ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ফিল্মিস্টাইলে কিশোরীকে অপহরণ করা সেই যুবক গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট : ১২:৪১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
  • / 163
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ফিল্মিস্টাইলে এসএসসি পরীক্ষার্থী এক শিক্ষার্থীকে অপহরণের অভিযোগে দায়ের হওয়া মামলায় জসিম উদ্দিন নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার সকালে রাজধানীর বাড্ডা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব বলছে, প্রবাসী জসিম ওই শিক্ষার্থীকে অনেকদিন ধরেই প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। স্কুলে যাওয়া এবং প্রাইভেট পড়তে আসা যাওয়ার সময় ওই যুবক প্রায়ই ওই তরুণীকে উত্ত্যক্ত করতো। সে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন সময়ে জসিম উদ্দিন অপহরণসহ বিভিন্ন ভয়-ভীতিও দেখাতো।

দুপুরে কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান।

তিনি বলেন, অপহরণের অভিযোগে ৯ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় জসিম উদ্দিনসহ পাঁচজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন ওই শিক্ষার্থীর মা।

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, গত ৯ অক্টোবর আনুমানিক দুপুর আড়াইটার দিকে স্কুল থেকে বাসায় ফেরার পথে জসিম উদ্দিন ও তার কয়েকজন সহযোগী ভুক্তভোগী শিক্ষার্থীকে জোর করে একটি প্রাইভেটকারে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়। পরে বিকাল পর্যন্ত তাকে আটকে রেখে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে সন্ধ্যার দিকে জসিম উদ্দীন তার এক কাছের আত্মীয়ের বাসায় ওই তরুণীকে নিয়ে যায়। ঘটনাটি জানাজানি হয়ে গেলে জসিম উদ্দিন ওই শিক্ষার্থীকে সেখানে রেখে পালিয়ে যায়। পরে সে রাজধানীর বাড্ডায় আরেক আত্মীয়ের বাসায় আত্মগোপনে থাকে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম জানিয়েছে, গ্রেপ্তার জসীমউদ্দীন প্রাইভেটকারটি তার এক আত্মীয়ের কাছ থেকে ভাড়া নিয়েছিল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফিল্মিস্টাইলে কিশোরীকে অপহরণ করা সেই যুবক গ্রেপ্তার

আপডেট : ১২:৪১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ফিল্মিস্টাইলে এসএসসি পরীক্ষার্থী এক শিক্ষার্থীকে অপহরণের অভিযোগে দায়ের হওয়া মামলায় জসিম উদ্দিন নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার সকালে রাজধানীর বাড্ডা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব বলছে, প্রবাসী জসিম ওই শিক্ষার্থীকে অনেকদিন ধরেই প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। স্কুলে যাওয়া এবং প্রাইভেট পড়তে আসা যাওয়ার সময় ওই যুবক প্রায়ই ওই তরুণীকে উত্ত্যক্ত করতো। সে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন সময়ে জসিম উদ্দিন অপহরণসহ বিভিন্ন ভয়-ভীতিও দেখাতো।

দুপুরে কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান।

তিনি বলেন, অপহরণের অভিযোগে ৯ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় জসিম উদ্দিনসহ পাঁচজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন ওই শিক্ষার্থীর মা।

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, গত ৯ অক্টোবর আনুমানিক দুপুর আড়াইটার দিকে স্কুল থেকে বাসায় ফেরার পথে জসিম উদ্দিন ও তার কয়েকজন সহযোগী ভুক্তভোগী শিক্ষার্থীকে জোর করে একটি প্রাইভেটকারে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়। পরে বিকাল পর্যন্ত তাকে আটকে রেখে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে সন্ধ্যার দিকে জসিম উদ্দীন তার এক কাছের আত্মীয়ের বাসায় ওই তরুণীকে নিয়ে যায়। ঘটনাটি জানাজানি হয়ে গেলে জসিম উদ্দিন ওই শিক্ষার্থীকে সেখানে রেখে পালিয়ে যায়। পরে সে রাজধানীর বাড্ডায় আরেক আত্মীয়ের বাসায় আত্মগোপনে থাকে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম জানিয়েছে, গ্রেপ্তার জসীমউদ্দীন প্রাইভেটকারটি তার এক আত্মীয়ের কাছ থেকে ভাড়া নিয়েছিল।