ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মুনিয়া হত্যা মামলায় শারুনের সাবেক স্ত্রী মীম আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৯:০০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
  • / 165
কলেজছাত্রী মুনিয়া হত্যা মামলার ৬নং আসামি সাইফা রহমান মিমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মঙ্গলবার পিবিআই-এর আইন ও গণমাধ্যম শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু ইউসুফ বাংলাদেশ জার্নালকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। সকালে ধানমন্ডির বাসা থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পিবিআইতে আনা হয়।

তিনি বলেন, মুনিয়া ধর্ষণ ও হত্যা মামলার ৬ নম্বর আসামি সাইফা রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। তবে তাকে এখনো গ্রেপ্তার দেখানো হয়নি। পিবিআই তো বিভিন্ন সময় জিজ্ঞাসাবাদ করে। কাল জিজ্ঞাসাবাদের পর তাকে কোর্ট পাঠানো হলে গ্রেপ্তার হয়ে যাবে।

গ্রেপ্তার মিম পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর ছেলে নাজমুল করিম চৌধুরী শারুনের সাবেক স্ত্রী।

উল্লেখ্য, ২০২১ সালের ২৬ এপ্রিল গুলশানের অভিজাত একটি ফ্ল্যাট থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ২১ বছর বয়সী মুনিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এরপর মুনিয়ান বোন নুসরাত জাহান গত ৬ সেপ্টেম্বর আটজনের বিরুদ্ধে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এ নালিশি মামলা করেন। পরে আদালত মামলাটি গুলশান থানাকে এজাহার হিসেবে রেকর্ড করার আদেশ দেন। একই সঙ্গে পিবিআইকে তদন্ত করার নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুনিয়া হত্যা মামলায় শারুনের সাবেক স্ত্রী মীম আটক

আপডেট : ০৯:০০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
কলেজছাত্রী মুনিয়া হত্যা মামলার ৬নং আসামি সাইফা রহমান মিমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মঙ্গলবার পিবিআই-এর আইন ও গণমাধ্যম শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু ইউসুফ বাংলাদেশ জার্নালকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। সকালে ধানমন্ডির বাসা থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পিবিআইতে আনা হয়।

তিনি বলেন, মুনিয়া ধর্ষণ ও হত্যা মামলার ৬ নম্বর আসামি সাইফা রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। তবে তাকে এখনো গ্রেপ্তার দেখানো হয়নি। পিবিআই তো বিভিন্ন সময় জিজ্ঞাসাবাদ করে। কাল জিজ্ঞাসাবাদের পর তাকে কোর্ট পাঠানো হলে গ্রেপ্তার হয়ে যাবে।

গ্রেপ্তার মিম পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর ছেলে নাজমুল করিম চৌধুরী শারুনের সাবেক স্ত্রী।

উল্লেখ্য, ২০২১ সালের ২৬ এপ্রিল গুলশানের অভিজাত একটি ফ্ল্যাট থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ২১ বছর বয়সী মুনিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এরপর মুনিয়ান বোন নুসরাত জাহান গত ৬ সেপ্টেম্বর আটজনের বিরুদ্ধে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এ নালিশি মামলা করেন। পরে আদালত মামলাটি গুলশান থানাকে এজাহার হিসেবে রেকর্ড করার আদেশ দেন। একই সঙ্গে পিবিআইকে তদন্ত করার নির্দেশ দেন।