ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সাজাপ্রাপ্ত হুজিবি সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৭:০০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২
  • / 163
সাড়ে ১০ বছরের কারাদণ্ডাদেশ পাওয়া পলাতক আসামি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশ (হুজিবি)-এর সদস্য শরিফুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

শুক্রবার সকালে উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন এটিইউ’র মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস শাখার পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান।

তিনি বলেন, গ্রেপ্তার শরিফুজ্জামান ওরফে মিন্টু ওরফে ওবায়দুল্লাহ ওরফে মাহি ওরফে শরীফ আদালত থেকে জামিনে বের হয়ে পলাতক ছিল। দীর্ঘদিন রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় আত্মগোপনে ছিল। সে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করে এবং ফ্রিল্যান্সিং করে জীবিকা নির্বাহ করে আসছিল। সে তার স্ত্রী ও দুই সন্তানসহ রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় থাকতো।

২০১৩ সালের ৭ অক্টোবর তুরাগ থানাধীন আশুলিয়া বাইপাইল রোডে অভিযান পরিচালনা করে হুজিবির চার নেতাকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় অস্ত্র ও গোলাবারুদ।

গ্রেপ্তার আসামিদের মধ্যে শরিফুজ্জামান সেসময় সংগঠনের অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিল। তুরাগ থানায় তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্যাদি আইন ও অস্ত্র আইনে মামলা করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাজাপ্রাপ্ত হুজিবি সদস্য গ্রেপ্তার

আপডেট : ০৭:০০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২
সাড়ে ১০ বছরের কারাদণ্ডাদেশ পাওয়া পলাতক আসামি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশ (হুজিবি)-এর সদস্য শরিফুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

শুক্রবার সকালে উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন এটিইউ’র মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস শাখার পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান।

তিনি বলেন, গ্রেপ্তার শরিফুজ্জামান ওরফে মিন্টু ওরফে ওবায়দুল্লাহ ওরফে মাহি ওরফে শরীফ আদালত থেকে জামিনে বের হয়ে পলাতক ছিল। দীর্ঘদিন রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় আত্মগোপনে ছিল। সে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করে এবং ফ্রিল্যান্সিং করে জীবিকা নির্বাহ করে আসছিল। সে তার স্ত্রী ও দুই সন্তানসহ রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় থাকতো।

২০১৩ সালের ৭ অক্টোবর তুরাগ থানাধীন আশুলিয়া বাইপাইল রোডে অভিযান পরিচালনা করে হুজিবির চার নেতাকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় অস্ত্র ও গোলাবারুদ।

গ্রেপ্তার আসামিদের মধ্যে শরিফুজ্জামান সেসময় সংগঠনের অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিল। তুরাগ থানায় তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্যাদি আইন ও অস্ত্র আইনে মামলা করা হয়।