ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে পাচারকালে ৮০ লাখ টাকার স্বর্ণবার উদ্ধার, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৭:৩০:৪৫ অপরাহ্ন, সোমাবার, ৭ নভেম্বর ২০২২
  • / 281
ভারতে পাচারকালে কোমরের বেল্টের ভেতর থেকে ৮০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এই ঘটনায় সিদ্দিকুর রহমান নামের একজন যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার যশোরের বেনাপোল চেক পোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জনিয়েছেন শুল্ক গোয়েন্দার রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম।

শুল্ক গোয়েন্দা জানিয়েছে, বাংলাদেশ থেকে ভারতে সুকৌশলে স্বর্ণবার পাচার করা হবে, এমন গোপন সংবাদের ভিত্তিতে প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরীসহ একটি গোয়েন্দা দল বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট অবস্থান নেয়। যাত্রী সিদ্দিকুর রহমান কাস্টমস এরিয়া পার হয়ে ইমিগ্রেশন কার্যক্রম শেষে ভারেত প্রবেশের সময় তার গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বর্ণবারের কথা অস্বীকার করেন তিনি। তবে তার আচরণ সন্দেহজনক হওয়ায় তল্লাশি করে কোমরের বেল্টের সঙ্গে সেলাই করা কালো রঙের আলাদা কাপড় থেকে ১ কেজি ৪৪ গ্রাম ওজনের ৯টি স্বর্ণবার পাওয়া যায়। এসব স্বর্ণের বাজারমূল্য প্রায় ৮০ লাখ টাকা।

গ্রেপ্তার ওই যাত্রীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতে পাচারকালে ৮০ লাখ টাকার স্বর্ণবার উদ্ধার, গ্রেপ্তার ১

আপডেট : ০৭:৩০:৪৫ অপরাহ্ন, সোমাবার, ৭ নভেম্বর ২০২২
ভারতে পাচারকালে কোমরের বেল্টের ভেতর থেকে ৮০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এই ঘটনায় সিদ্দিকুর রহমান নামের একজন যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার যশোরের বেনাপোল চেক পোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জনিয়েছেন শুল্ক গোয়েন্দার রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম।

শুল্ক গোয়েন্দা জানিয়েছে, বাংলাদেশ থেকে ভারতে সুকৌশলে স্বর্ণবার পাচার করা হবে, এমন গোপন সংবাদের ভিত্তিতে প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরীসহ একটি গোয়েন্দা দল বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট অবস্থান নেয়। যাত্রী সিদ্দিকুর রহমান কাস্টমস এরিয়া পার হয়ে ইমিগ্রেশন কার্যক্রম শেষে ভারেত প্রবেশের সময় তার গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বর্ণবারের কথা অস্বীকার করেন তিনি। তবে তার আচরণ সন্দেহজনক হওয়ায় তল্লাশি করে কোমরের বেল্টের সঙ্গে সেলাই করা কালো রঙের আলাদা কাপড় থেকে ১ কেজি ৪৪ গ্রাম ওজনের ৯টি স্বর্ণবার পাওয়া যায়। এসব স্বর্ণের বাজারমূল্য প্রায় ৮০ লাখ টাকা।

গ্রেপ্তার ওই যাত্রীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।