অস্ত্র ঠেকিয়ে ডাচ-বাংলা ব্যাংকের ১১ কোটি টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক
- আপডেট : ০৬:২৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩
- / 114
রাজধানীর তুরাগ এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাচ-বাংলা ব্যাংকের ১১ কোটি ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দুপুরে ডাচ বাংলা ব্যাংক থেকে বিভিন্ন বুথে টাকা রাখার জন্য গেলে ছিনতাইকারীদের কবলে পড়ে বলে অভিযোগ করেছে ব্যাংক কর্তৃপক্ষ।
জানা গেছে, একটি সিকিউরিটি কোম্পানির গাড়িতে ১১ কোটি ২৫ লাখ টাকা সাভার ইপিজেডের ডাচ বাংলা ব্যাংকের বুথে রাখার জন্য নিয়ে যাচ্ছিল। পথে সশস্ত্র অবস্থায় ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনিয়ে নেয়।
তুরাগ থানার ওসি মওদুদ হাওলাদার বলেন, পুলিশ টাকা উদ্ধারসহ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।