বইয়ের ভেতর বিদেশি পিস্তল, যুবক গ্রেপ্তার
প্রতিনিধির নাম
- আপডেট : ০১:০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
- / 190
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বইয়ের ভেতরে বিশেষ কায়দায় রাখা বিদেশি পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরের দিকে অভিযান চালিয়ে পিয়াস চৌধুরী (২০) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মালাই এলাকার আব্দুল কাদেরের ছেলে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে একদল পুলিশ উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকায় ফারুক গাজীর বাড়ির ভাড়াটিয়া পিয়াস চৌধুরীর রুমে চালায়। এ সময় তার কক্ষে থাকা বইয়ের ভেতর থেকে বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিনসহ তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও বলেন, পিস্তলের মাপে একটি মোটা বই কেঁটে তার ভেতরে ম্যাগজিনসহ পিস্তলটি রাখা ছিল। এ ব্যাপারে কালিয়াকৈর থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।