ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

স্বামীকে অপহরণ করে স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি

প্রতিনিধির নাম
  • আপডেট : ১১:২৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
  • / 126

গ্রেপ্তার দুই যুবক

স্বামীকে অপহরণ করে স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি করার অভিযোগ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জব্দ করা হয় একটি সিএনজিচালিত অটোরিকশা।

শনিবার দুপুরে তাদের দুজনকে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রামের লোহাগাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- পদুয়া ইউনিয়নের নিজতালুক এলাকার মুহাম্মদ ফরিদ উদ্দিনের ছেলে মুহাম্মদ ইমরান (২০) ও সাতকানিয়া উপজেলার ছদাহা নুনু চৌধুরী বাড়ি এলাকার মুহাম্মদ শাহেদের ছেলে মুহাম্মদ জমির উদ্দিন (২৩)।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ জানান, গতকাল সন্ধ্যায় আলাউদ্দিন পদুয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে ৬ জনের একটি সংঘবদ্ধ দল তাকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়। পরে অপহৃত আলাউদ্দিনের স্ত্রী বুলু আকতারকে মুঠোফোনে কল দিয়ে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। টাকা না দিলে তার স্বামীকে মেরে ফেলার হুমকি দেয়া হয়।

এদিকে বুলু আকতার কৌশলে তার স্বামীকে অপরহণের বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ রাত ১১টায় পদুয়া বার আউলিয়ার দরগাহ এলাকায় অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সিএনজি অটোরিকশা চালকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্বামীকে অপহরণ করে স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি

আপডেট : ১১:২৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
স্বামীকে অপহরণ করে স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি করার অভিযোগ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জব্দ করা হয় একটি সিএনজিচালিত অটোরিকশা।

শনিবার দুপুরে তাদের দুজনকে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রামের লোহাগাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- পদুয়া ইউনিয়নের নিজতালুক এলাকার মুহাম্মদ ফরিদ উদ্দিনের ছেলে মুহাম্মদ ইমরান (২০) ও সাতকানিয়া উপজেলার ছদাহা নুনু চৌধুরী বাড়ি এলাকার মুহাম্মদ শাহেদের ছেলে মুহাম্মদ জমির উদ্দিন (২৩)।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ জানান, গতকাল সন্ধ্যায় আলাউদ্দিন পদুয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে ৬ জনের একটি সংঘবদ্ধ দল তাকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়। পরে অপহৃত আলাউদ্দিনের স্ত্রী বুলু আকতারকে মুঠোফোনে কল দিয়ে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। টাকা না দিলে তার স্বামীকে মেরে ফেলার হুমকি দেয়া হয়।

এদিকে বুলু আকতার কৌশলে তার স্বামীকে অপরহণের বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ রাত ১১টায় পদুয়া বার আউলিয়ার দরগাহ এলাকায় অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সিএনজি অটোরিকশা চালকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।