সূচক সামান্য বাড়লেও কমেছে লেনদেন
- আপডেট : ০১:৫৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
- / 143
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩.৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার ৩৩১.৩৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.৬৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১২.৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৫৯৪.৪২ পয়েন্টে এবং দুই হাজার ৭৭৮.১২ পয়েন্টে।
ডিএসইতে আজ দুই হাজার ৩৫২ কোটি ৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৪০৩ কোটি ১৬ লাখ টাকা কম। গতকাল লেনদেন হয়েছিল দুই হাজার ৭৫৫ কোটি ২০ লাখ টাকার।
ডিএসইতে আজ ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৫টির, শেয়ার দর কমেছে ২৬৯টির এবং ৩২টি শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
দর বাড়ার তালিকায় থাকা ৭৫টি কোম্পানির মধ্যে ৫৫ টি ছিলো এ ক্যাটাগরির, ১১ টি বি ক্যাটাগরির, ৩টি এন ক্যাটাগরির এবং বাদবাকি ৬ টি ছিলো জেড ক্যাটাগরির।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৯.৮৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২১ হাজার ৪৩৩.২৭ পয়েন্টে। সিএসইতে আজ ৩১৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭০টির দর বেড়েছে, কমেছে ২১৮টির আর ৩০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে আজ ৮৯ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।