সূচক ও লেনদেন উভয়ই কমেছে
প্রতিনিধির নাম
- আপডেট : ০১:৫৯:৩১ অপরাহ্ন, সোমাবার, ১১ অক্টোবর ২০২১
- / 146
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার নিম্নমুখী প্রবনতায় শেষ হয়েছে পুঁজিবাজরের লেনদেন। আজ সূচক ও লেনদেন উভয়ই কমেছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২.৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭ হাজার ৩৪৫.৫৭ পয়েন্টে।
ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৮৪৮ কোটি ৫৭ লাখ টাকার। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৯৬১ কোটি ৮৭ লাখ টাকার। সেই হিসেবে গতকালের চেয়ে লেনদেন কমেছে ১১৪ কোটি ২৯ লাখ টাকার।
ডিএসইতে আজ ৩৭৬ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯৭ টির,শেয়ার দর কমেছে ২৫৯ টির এবং ২০ কোম্পানির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
দর বাড়ার তলিকায় থাকা ৯৭ টি শেয়ারের মধ্যে ৭২ টিই ছিলো এ ক্যাটাগরির, ১৪ টি বি ক্যাটাগরির, এবংজেড ক্যাটাগরির ১১ টি শেয়ার। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইতে আজ ৭২ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।