শিগগিরই পেঁয়াজের দামে স্বস্তি ফিরবে
প্রতিনিধির নাম
- আপডেট : ০১:৫৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
- / 160
ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর দেশের বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, শিগগিরই এই পণ্যের দাম জনসাধারণের হাতের নাগালে আসবে।
মঙ্গলবার গাজীপুরের কালিয়াকৈর এলাকায় সেন্টার ফর এক্সিলেন্স ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, ভারতের কয়েকটি প্রদেশে বন্যার কারণে দেশটিতে পেঁয়াজ উৎপাদন ব্যাহত হয়েছে। ফলে বাড়তি দামেই আমদানি করতে হচ্ছে এই পণ্য। ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর দেশের বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। এই পণ্যের দাম শিগগিরই জনসাধারণের হাতের নাগালে নেমে আসবে।
এ সময় দেশের বাজারে দাম কমাতে প্রয়োজনে অন্য উৎস থেকে পেঁয়াজ আমদানি করা হবে বলেও জানান তিনি।
টিপু মুনশি বলেছেন, দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। এই হাইটেক পার্কে ইতিমধ্যেই ২ লাখ লোকের কর্মসংস্থান হতো। কিন্তু করোনার কারণে পিছিয়ে পড়েছে।