চাঙ্গা রপ্তানি খাত, অক্টোবরে রেকর্ড আয়
- আপডেট : ০১:৩৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
- / 140
গেলো অক্টোবর মাসে ৪৭২ কোটি ৭৫ লাখ ৩০ হাজার (৪.৭৩ বিলিয়ন) ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। এই আয় লক্ষ্যমাত্রার চেয়েও ৩৬ দশমিক ৪৭ শতাংশ বেশি। লক্ষ্যমাত্রা ধরা ছিল ৩৪৬ কোটি ৪০ লাখ ডলার।
বর্তমান বিনিময় হার হিসাবে (প্রতি ডলার ৮৫ টাকা ৭০ পয়সা) এই অর্থের পরিমাণ ৪০ হাজার ৫১৫ টাকা।
মঙ্গলবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) থেকে প্রকাশিত রপ্তানি তথ্যে দেখা যায়, একক মাস হিসাবে অক্টোবর মাসে গেলো বছরের একই সময়ের তুলনায় ৬০ দশমিক ৩৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
রপ্তানিকারকরা বলছেন, এক মাসে এত বেশি রপ্তানি আয় আর কখনও দেশে আসেনি।
বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, পোশাকের আন্তর্জাতিক বাজার চাঙ্গা হয়েছে।আগামী কয়েক মাস পোশাকের রপ্তানি চিত্র ভালো থাকবে বলেই আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এর আগে গত সেপ্টেম্বরেও একক মাসে রেকর্ড পরিমাণ ৪১৬ কোটি ৫৪ লাখ ডলার সমমূল্যের পণ্য রপ্তানি হয়েছিল।
সব মিলিয়ে চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) ১ হাজার ৫৭৫ কোটি (১৫.৭৫ বিলিয়ন) ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। টাকার হিসাবে যা ১ লাখ ৩৪ হাজার ৯৭৩ কোটি টাকা।
এর ফলে চলতি অর্থবছরের প্রথম চার মাস শেষে রপ্তানি আয়ে ২২ দশমিক ৬২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।