সূচকের পতনে কমেছে লেনদেন
প্রতিনিধির নাম
- আপডেট : ১১:১৫:৫১ পূর্বাহ্ন, সোমাবার, ৮ নভেম্বর ২০২১
- / 179
গতকালের মতো আজ সোমবারও (০৮ নভেম্বর) বড় পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন পুঁজিবাজরের সব সূচক কমেছে। সূচকের সঙ্গে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর ও টাকার পরিমাণে লেনদেনও।
জানা গেছে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৬.২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬৭৯৯.৬৪ পয়েন্টে। ডিএসইতে আজ এক হাজার ৭৫ কোটি ১৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৭০ কোটি ৪২ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ১৪৫ কোটি ৫৫ লাখ টাকার।
ডিএসইতে আজ ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫৫টির, কমেছে ২৯৫টির এবং ২৬টির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক সিএসইতে আজ ৩৪ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।