সেনা কল্যাণ ও একমি পেষ্টিসাইডের শেয়ার অধরা
- আপডেট : ১২:৪৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
- / 151
৭ নভেম্বর লেনদেন শুরু করা সেনা কল্যাণ ইন্সুরেন্সের শেয়ার দর আজ লেনদেন শেষ করে ৩৩ দশমিক ৯০ টাকায়। সে হিসেবে দর বেড়েছে ২৩ দশমিক ৯০ টাকা। শতাংশের হিসেবে বেড়েছে প্রায় ২১৯ শতাংশ। তালিকাভুক্তির পর থেকে আজ পর্যন্ত প্রতিদিনই কোম্পানিটি সার্কিট ব্রেকার ছুয়ে লেনদেন শেষ করেছে।
নতুন তালিকাভুক্ত অপর শেয়ার একমি পেষ্টিসাইড লেনদেন শুরু করে ১৪ নভেম্বর। এই কোম্পানিটিও তালিকাভুক্তির পর থেকেই প্রতিদিনই হল্টেড বা বিক্রেতাশূণ্য হয়ে লেনদেন হচ্ছে। আজ কোম্পানিটির ক্লোজিং প্রাইস ছিলো ২১ দশমিক ২০ টাকা। শতাংশের হিসেবে এই কোম্পানির দর বেড়েছে প্রায় ১০০ শতাংশ।
নতুন তালিকাভুক্ত শেয়ারের লেনদেনের ক্ষেত্রে ৫ নভেম্বর ২০১৯ সালে অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের ৭০৪ তম কমিশন সভায় নতুন তালিকাভুক্ত কোম্পনিগুলোর লেনদেনের শুরুর দিন থেকেই ১০ শতাংশ সার্কিট ব্রেকার আরোপ করা হয়।