সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৫.৩৪ শতাংশ
- আপডেট : ০১:৪১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
- / 121
আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৫ হাজার ৩০৯ কোটি ১ লাখ ৪৬ হাজার ১৭৯ টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৫ হাজার ৩৯৯ কোটি ৭৭ লাখ ৬ হাজার ৪৪০ টাকার।
ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৪৮ দশমিক ৫৪ পয়েন্ট বা দশমিক ৭০ শতাংশ বেড়ে ৬ হাজার ৯৮৪ দশমিক ৭৪ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে গত সপ্তাহে ৩৮৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ২৭৮টির, কমেছে ৭৯টির। আর ২৩টির দাম ছিল অপরিবর্তিত।
সাপ্তাহিক টপটেন গেইনার
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ২৯.৬১ শতাংশ বেড়েছে।
ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ফাইন ফুডস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২৯ দশমিক ২৫ শতাংশ।
এএমসিএল প্রাণ লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২৮ দশমিক ৫২ শতাংশ।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জেমিনি সী ফুড, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, ফু-ওয়াং ফুড, মেট্রো স্পিনিং, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স, সুহৃদ ইন্ডাস্ট্রিজ ও আনলিমা ইয়ার্ন লিমিটেড।
সাপ্তাহিক টপটেন লুজার
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে একমি পেস্টিসাইডস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৯.৪৯ শতাংশ।
ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচ্যুয়াল ফান্ড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৮.৯৯ শতাংশ।
আমান ফিড লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ দর কমেছে ৮.৯৭ শতাংশ। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, মার্কেন্টাইল ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, বাংলাদেশ সাবমেরিন কেবল ও ওয়ান ব্যাংক লিমিটেড।
সাপ্তাহিক লেনদেনের শীর্ষে যারা
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৯৬ কোটি ৯৪ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সপ্তাহজুড়ে কোম্পানিটি ২ কোটি ৯৭ লাখ ৪৪ হাজার ৬৯৬টি শেয়ার হাতবদল করেছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওয়ান ব্যাংক লিমিটেড। কোম্পানিটির ১১ কোটি ৯ লাখ ৯ হাজার ৮২৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২১৩ কোটি ৪৩ লাখ ৮৩ হাজার টাকা।
জিএসপি ফিন্যান্স লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৫ কোটি ১৯ লাখ ১৫৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩৭ কোটি ১৫ লাখ ৭৮ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আইএফআইসি ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, জেনেক্স ইনফোসিস, ওরিয়ন ফার্মা, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স ও পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড।
খাতভিত্তিক লেনদেন
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে ব্যাংক খাত। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১৮ শতাংশ অবদান রয়েছে এই খাতে।
ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে ফার্মা খাতে ১২.৫ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। বিবিধ খাতে ১১.৬ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে বস্ত্র খাতে ১০.৮ শতাংশ, আর্থিক খাতে ৭.৭ শতাংশ, প্রকৌশল খাতে ৬.৯ শতাংশ, সাধারণ বীমা খাতে ৫.৭ শতাংশ,জ্বালানি-বিদ্যুৎ খাতে ৫.৪ শতাংশ, খাদ্য খাতে ৪.২ শতাংশ, আইটি খাতে ৩.৯ শতাংশ, জীবন বিমা খাতে ২.৮ শতাংশ, কাগজ খাতে ২.২ শতাংশ, ট্যানারি খাতে ১.৮ শতাংশ, সিমেন্ট খাতে ১.৫ শতাংশ, সেবা-আবাসন খাতে ১.৩ শতাংশ, টেলিকমিউনিকেশন ও সিরামিকস খাতে দশমিক ৯ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে দশমিক ৮ শতাংশ ও পাট খাতে দশমিক ১ শতাংশ লেনদেন হয়েছে।