সূচকের উত্থানে শেষ হলো বছর
প্রতিনিধির নাম
- আপডেট : ১২:০৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
- / 120
চলতি বছরের শেষ কার্যদিবসে উত্থান হয়েছে পুঁজিবাজারে। বৃহস্পতিবার বছরের শেষ কার্যদিবস পুঁজিবাজারের প্রধান সূচক বেড়েছে। সূচকের সাথে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে।
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৫.৫০ ৬ হাজার ৭৫৬.৬৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে আজ ৯২১ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৮৬ কোটি ৪৪ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৭৩৫ কোটি ৩৭ লাখ টাকার।
ডিএসইতে আজ ৩৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৭৮টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৪৯টির এবং ৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ( সিএসই) তে আজ ৫৮ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।