বাড়ছে না ভোজ্য তেলের দাম
প্রতিনিধির নাম
- আপডেট : ১১:৫৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
- / 163
ব্যবসায়ীদের চাহিদামতে ভোজ্য তেলে লিটার প্রতি ৮ থেকে ১০টাকা বর্ধিত দাম কার্যকর হচ্ছে না বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান (আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য)।
বৃহস্পতিবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ে এ বিষয়ে ত্রিপক্ষীয় বৈঠক শেষে এ কথা জানান তিনি।
বর্তমানে লিটারপ্রতি বোতলজাত সয়াবিন তেলের দাম ১৬০ টাকা। এই তেলের দাম লিটার প্রতি ৮ টাকা বাড়াতে প্রস্তাব করেছিলেন ব্যবসায়ীরা। তাই হলে খুচরা বাজারে লিটার প্রতি মূল্য দাঁড়াতো ১৬৮ টাকা। মিল গেট মূল্য হতো ১৫৮ টাকা, আর পরিবেশক মূল্য দাঁড়াতো ১৬২ টাকা।
সেই সঙ্গে খোলা সয়াবিনের দাম লিটার প্রতি ৯ টাকা এবং খোলা পাম অয়েলের দাম লিটার প্রতি ১০ টাকা বাড়ানোর প্রস্তাব করেছিলেন ব্যবসায়ীরা। তা কার্যকর হলে বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের খুচরা মূল্য হতো ১৪৫ টাকা। যার মিল গেট মূল্য দাঁড়াতো ১৪২ টাকা, পরিবেশক মূল্য ১৪৩ টাকা।
আর পাম অয়েলের খুচরা মূল্য হতো লিটার প্রতি ১২৯ টাকা। মিল গেটে মূল্য দাঁড়াতো ১২৬ টাকা, পরিবেশক পর্যায়ে ১২৭ টাকা।