খোলাবাজারে ডলারের দাম কিছুটা কমেছে
নিজস্ব প্রতিবেদক
- আপডেট : ০৮:১০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
- / 232
সর্বশেষ গত ১৬ মে বাংলাদেশ ব্যাংক থেকে ডলারের দাম ৮৭ টাকা ৫০ পয়সা নির্ধারণ করে দেয়ার পরের দিন থেকেই খোলা বাজারে ডলারের দাম ১০০ টাকা ছাড়িয়ে যায়।
এই অস্বাভাবিক দাম বাড়ার পর গত দুই দিনে খোলাবাজারে ডলারের দাম কিছুটা কমেছে। বৃহস্পতিবার খোলাবাজারে ডলার ৯৭ থেকে ৯৮ টাকায় বিক্রি হওয়ার তথ্য পাওয়া গেছে। ব্যবসায়ীরা এই দামে বিক্রি করলেও সাধারণ মানুষের কাছ থেকে কিনছেন ৯৬ থেকে ৯৬ টাকা ৫৯ পয়সায়।
তবে খোলাবাজারে এখনো বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেয়া দামের তুলনায় অনেক বেশি দামে ডলার কেনা-বেচা চলছে। রাজধানীর বিভিন্ন মানি এক্সচেঞ্জ ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।
এদিকে গত সোমবার (১৬ মে) বাংলাদেশ ব্যাংক প্রতি ডলারের বিনিময়মূল্য ৮০ পয়সা বাড়িয়ে ৮৭ টাকা ৫০ পয়সা নির্ধারণ করে। তার আগে ৯ মে ডলারের বিনিময়মূল্য ২৫ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছিল।