রোববার বন্ধ পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক
- আপডেট : ০৫:০৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২
- / 123
শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উপ মহাব্যবস্থাপক শফিকুর রহমান।
শফিকুর রহমান বলেন, সরকারি ছুটি উপলক্ষে রোববার পুঁজিবাজার বন্ধ থাকবে। তবে তার পরদিন সোমবার সকালে যথারীতি সময় লেনদেন শুরু হবে।
একই তথ্য জানিয়েছেন দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফারুক।
গোলাম ফারুক বলেন, সোমবার থেকে সকাল দশটা থেকে লেনদেন শুরু হবে, লেনদেন শেষ হবে দুপুর ২টা ৪০ মিনিটে। এর মধ্যে সর্বশেষ ১০ মিনিট লেনদেন হবে পোস্ট ক্লোজিং সেশনের।