সাফল্যের সঙ্গে শততম পর্বে হিমির ‘হাউজ নং ৯৬’

প্রতিনিধির নাম
  • আপডেট : ১০:৫২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১
  • / 158
চলতি বছরের শুরুতে একটি বেসরকারি টেলিভিশনে শুরু হয়েছিলো নতুন ধারাবাহিক নাটক ‘হাউজ নং ৯৬’। প্রচার শুরু হওয়ার পর থেকেই দর্শকমহলে এটি দারুণ সাড়া ফেলছে। মাহমুদুর রহমান হিমি পরিচালিত এ নাটকটির বিভিন্ন পর্বে চমক নিয়ে হাজির হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় সব তারকারা। প্রতি পর্বেই নানা চমকে দর্শকদের আগ্রহ ক্রমেই বাড়িয়ে তুলেছে ভিন্নধর্মী গল্পের এ নাটকটি। যার কারণে নাটকটি এখন দর্শকদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে।

বিভিন্ন সময়ে বিভিন্ন পর্বে এতে অভিনয় করেছেন আফরান নিশো, কচি খন্দকার, ফারিয়া শাহরিন, আফ্রি সেলিনা, তানজিন তিশা, মারজুক রাসেল, মনিরা আক্তার মিঠু, আল মামুন, সাফা কবির, এফ এস নাঈম, নীলাঞ্জনা নীলা, শবনম ফারিয়া, তাসনিয়া ফারিণ, সাবিলা নূর, তৌসিফ মাহবুব, ইরফান সাজ্জাদ, হিমি, সালহা নাদিয়া, মনোজ প্রামাণিক, তানিয়া বৃষ্টি, সৈয়দ জামান শাওন, রকি খান, মিলি বাশার, হারুন রশীদ, ফজলুর রহমান বাবু, পাভেল, আফরিন শেখ রাইসা প্রমুখ । তাদের বাইরেও নাটকটিতে রয়েছে তিনটি স্পেশাল চরিত্র মাশরুর ইনান, সাজ্জাদ হাসান রাজ ও তটিনী।

এরইমধ্যে শেষ হলো জনপ্রিয় এ ধারাবাহিকটির শততম পর্বের শুটিং। আগামী বুধবার প্রচারে আসবে ‘হাউজ নং ৯৬’ এর ১০০তম পর্ব। এত অল্প সময়ে এত বেশি দর্শক সাড়া পাওয়ায় উচ্ছ্বসিত নাটকটির নির্মাতা মাহমুদুর রহমান হিমি। তিনি বলেন, ‘একক নাটক খুব সহজে দর্শক গ্রহণ করলেও ধারাবাহিকের ক্ষেত্রে সেটা খুব কঠিনই হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমার ‘হাউজ নং ৯৬’ নাটকটি দর্শকরা বেশ পছন্দ করেছেন এবং সাদরে গ্রহণ করেছেন। শুরু থেকেই কাজটির জন্য অনেক বেশি ভালোবাসা পেয়েছি সবার থেকে। এরজন্য সবার কাছে কৃতজ্ঞতা।

সেইসাথে নাটকটির সঙ্গে সংশ্লিষ্ট সকল শিল্পী-কলাকুশলী, আমার টিম এবং এনটিভি কতৃপক্ষকে আন্তরিক অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা, আমার উপর ভরসা রাখার জন্য।’

তিনি আরও বলেন, ‘নাটকটির শুরু থেকেই চেষ্টা করেছি প্রতি পর্বে চমক রাখার কিংবা নতুনত্ব রাখার। এখন পর্যন্ত নাটকটিতে অনেক শিল্পীর সমাবেশ দেখা গিয়েছে। দর্শকরাও অনেক বেশি পছন্দ করেছেন। অবশেষে এটির শততম পর্ব প্রচারিত হতে যাচ্ছে। এটা আমার জন্য অনেক আনন্দের এবং সাফল্যের।’

তাসদিক শাহরিয়ারের চিত্রনাট্যের এই নাটকটি প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে সম্প্রচার হচ্ছে এনটিভিতে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাফল্যের সঙ্গে শততম পর্বে হিমির ‘হাউজ নং ৯৬’

আপডেট : ১০:৫২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১
চলতি বছরের শুরুতে একটি বেসরকারি টেলিভিশনে শুরু হয়েছিলো নতুন ধারাবাহিক নাটক ‘হাউজ নং ৯৬’। প্রচার শুরু হওয়ার পর থেকেই দর্শকমহলে এটি দারুণ সাড়া ফেলছে। মাহমুদুর রহমান হিমি পরিচালিত এ নাটকটির বিভিন্ন পর্বে চমক নিয়ে হাজির হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় সব তারকারা। প্রতি পর্বেই নানা চমকে দর্শকদের আগ্রহ ক্রমেই বাড়িয়ে তুলেছে ভিন্নধর্মী গল্পের এ নাটকটি। যার কারণে নাটকটি এখন দর্শকদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে।

বিভিন্ন সময়ে বিভিন্ন পর্বে এতে অভিনয় করেছেন আফরান নিশো, কচি খন্দকার, ফারিয়া শাহরিন, আফ্রি সেলিনা, তানজিন তিশা, মারজুক রাসেল, মনিরা আক্তার মিঠু, আল মামুন, সাফা কবির, এফ এস নাঈম, নীলাঞ্জনা নীলা, শবনম ফারিয়া, তাসনিয়া ফারিণ, সাবিলা নূর, তৌসিফ মাহবুব, ইরফান সাজ্জাদ, হিমি, সালহা নাদিয়া, মনোজ প্রামাণিক, তানিয়া বৃষ্টি, সৈয়দ জামান শাওন, রকি খান, মিলি বাশার, হারুন রশীদ, ফজলুর রহমান বাবু, পাভেল, আফরিন শেখ রাইসা প্রমুখ । তাদের বাইরেও নাটকটিতে রয়েছে তিনটি স্পেশাল চরিত্র মাশরুর ইনান, সাজ্জাদ হাসান রাজ ও তটিনী।

এরইমধ্যে শেষ হলো জনপ্রিয় এ ধারাবাহিকটির শততম পর্বের শুটিং। আগামী বুধবার প্রচারে আসবে ‘হাউজ নং ৯৬’ এর ১০০তম পর্ব। এত অল্প সময়ে এত বেশি দর্শক সাড়া পাওয়ায় উচ্ছ্বসিত নাটকটির নির্মাতা মাহমুদুর রহমান হিমি। তিনি বলেন, ‘একক নাটক খুব সহজে দর্শক গ্রহণ করলেও ধারাবাহিকের ক্ষেত্রে সেটা খুব কঠিনই হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমার ‘হাউজ নং ৯৬’ নাটকটি দর্শকরা বেশ পছন্দ করেছেন এবং সাদরে গ্রহণ করেছেন। শুরু থেকেই কাজটির জন্য অনেক বেশি ভালোবাসা পেয়েছি সবার থেকে। এরজন্য সবার কাছে কৃতজ্ঞতা।

সেইসাথে নাটকটির সঙ্গে সংশ্লিষ্ট সকল শিল্পী-কলাকুশলী, আমার টিম এবং এনটিভি কতৃপক্ষকে আন্তরিক অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা, আমার উপর ভরসা রাখার জন্য।’

তিনি আরও বলেন, ‘নাটকটির শুরু থেকেই চেষ্টা করেছি প্রতি পর্বে চমক রাখার কিংবা নতুনত্ব রাখার। এখন পর্যন্ত নাটকটিতে অনেক শিল্পীর সমাবেশ দেখা গিয়েছে। দর্শকরাও অনেক বেশি পছন্দ করেছেন। অবশেষে এটির শততম পর্ব প্রচারিত হতে যাচ্ছে। এটা আমার জন্য অনেক আনন্দের এবং সাফল্যের।’

তাসদিক শাহরিয়ারের চিত্রনাট্যের এই নাটকটি প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে সম্প্রচার হচ্ছে এনটিভিতে।