টানা ১০ দিন স্টেজ শো, ব্যস্ততায় লিজা
- আপডেট : ১০:৪৭:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
- / 211
কলকাতায় বাংলাদেশ দূতাবাস থেকে লিজাকে নিয়ে একটি শো করার আগ্রহ প্রকাশ করা হয়েছিলো। কিন্তু ১৬ এবং ১৭ ডিসেম্বর দু’দিনই লিজার শো ছিলো বলে বিনয়ের সাথে তাকে না করতে হয়েছে। এরইমধ্যে টাঙ্গাইল ও ঢাকায় গেলো তিনদিন কয়েকটি শো শেষ করে ১৩ ও ১৪ ডিসেম্বর লিজা ইচ্ছে করেই বিশ্রামে আছেন। কারণ আগামী ১০ দিন টানা তাকে স্টেজ শো-তে দারুণ ব্যস্ত সময় কাটাতে হবে, এমনটাই জানালেন লিজা। অবশ্য ব্যস্ততম এই সময়টাতে তাকে দারুণভাবে সহযোগিতা করছেন তার বাবা, মা, ভাই ও তার সঙ্গে যারা নিয়মিত যন্ত্রশিল্পী হিসেবে থাকেন তারা সবাই।
লিজা জানান, আগামী ১৫ ডিসেম্বর সিলেটে, ১৬ ডিসেম্বর মানিকগঞ্জ, ১৭ ডিসেম্বর নারায়ণগঞ্জের রূপসী, ১৮ ডিসেম্বর ঢাকা, ১৯ ডিসেম্বর পূর্ণ বিশ্রাম, ২০ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া, ২১ ডিসেম্বর বৈশাখী টিভির জন্য বড়দিনের বিশেষ অনুষ্ঠানের রেকর্ডিং, ২২ ডিসেম্বর চট্টগ্রাম, ২৩ ডিসেম্বর রাঙ্গামাটি, ২৪ ডিসেম্বর ঢাকা, ২৫ ডিসেম্বর চট্টগ্রামে শো করবেন।
লিজার দলের নাম ‘লিজা অ্যান্ড লাইট’। যার লাইনআপের লীড গীটারে রয়েছেন পলাশ ফারুকী, কী বোর্ডে নয়ন, বেইজ গীটারে রতন, অক্টোপ্যাড-এ রাকিব, পার্কেশনে অ্যামিলি।
টানা শো প্রসঙ্গে লিজা বলেন,‘করেনার কারণে তো স্টেজ শো বন্ধই ছিলো। যতটুকু টুকটাক শুরু হয়েছিলো তাতেও আমাদের মধ্যে ভয় কাজ করতো। অনেক সময় প্রশাসনও অনুমোদন করতো না। কিন্তু এখন যেহেতু বাংলাদেশের করোনা পরিস্থিতি বেশ ভালো এবং সহনশীল, তাই স্টেজ শো শুরু হয়েছে পুরোদমে। আমি বেশকিছুদিন আমেরিকায় থাকার পর দেশে ফিরেই এরইমধ্যে কুমিল্লা, সুনামগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল’সহ আরো বেশ কয়েকটি স্থানে শো করেছি। সবার মধ্যে দীর্ঘদিন পর উচ্ছ্বাসটাই উপভোগ করেছি আমি। একজন শিল্পী হিসেবে স্টেজ তো আসলে আমার প্রাণের জায়গা, দর্শক আমার গানের ভালোবাসা। দুটো মিলিয়েই কিন্তু আমি লিজা। আমি আজীবন ভালোভাবে গানটাই করে যেতে চাই।’
লিজা জানান, তার বেশকিছু মৌলিক গান ভিডিও আকারে তৈরী করা আছে। স্টেজ মৌসুম নিয়ে ব্যস্ত থাকার কারণে আপাতত গানগুলো প্রকাশ করা হচ্ছেনা। লিজার কন্ঠে সর্বশেষ আলোচিত গান হচ্ছে ‘পাখি’। এতে তার সহশিল্পী ছিলেন বেলাল খান। গানটি লিখেছেন মুসা কে মাহমুদ, সুর করেছেন বেলাল খান। সঙ্গীতায়োজন করেছেন দীন ইসলাম শারুক।