হল না পেলেও সিনেমায় রাজনৈতিক ক্ষমতা দেখাতে চাই না: দেব
- আপডেট : ১১:৫৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
- / 145
হলমালিক ও ছবির ডিস্ট্রিবিউটরদের প্রসঙ্গে বলতে গিয়ে হিন্দি ছবির প্রতি তাদের পক্ষপাতিত্বের মুখোমুখি হওয়ার উদাহরণ দিলেন দেব। ভারতীয় গণমাধ্যমে জানালেন, প্রেক্ষাগৃহে নিজের ছবির জায়গা করে নিতে লড়াই করতে হয়। আর সেটা করতে গিয়েই তাকে শুনতে হয়েছে, ‘‘আমাকে জিজ্ঞাসা করে ছবি মুক্তির দিন ঠিক করেছ?’’
দেবের জবাব, ‘‘রণবীর সিংহের ৮৩ কি আপনাকে জিজ্ঞাসা করে মুক্তির তারিখ ঠিক করেছে? তা তো নয়। তা হলে বাংলা ছবির ক্ষেত্রেই কেন শুনতে হবে এ কথা?’’
দেব বলেন, ‘‘বাংলা ছবির বড় বড় ডিস্ট্রিবিউটররা হিন্দি ছবিকে বাঁচানোর চেষ্টা করছেন। আর আমি একমাত্র বাংলা ছবিকে বাঁচানোর চেষ্টা করছি। প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তে এই লড়াই করতে হয় আমায়।’’
দেবের কথায় জানা যায়, এ ভাবে ডিস্ট্রিবিউটরদের সঙ্গে মনোমালিন্য হয়। তার আক্ষেপ, বাংলা ছবিকে বাঁচাতে হলে, সবাইকে এক জোট হতে হবে। উইন্ডোজ হোক অথবা শ্রী ভেঙ্কটেশ, দেব এন্টারটেনমেন্ট হোক বা বেঙ্গল টকিজ, কেউই একা নিজের ভাষার বা নিজের রাজ্যের ছবির ভবিষ্যতের দায়িত্ব নিতে পারবে না। একসঙ্গে সবাইকে লড়াই করতে হবে।
রাজ্যের শাসক দলের সাংসদ হয়েও হলের জন্য লাইনে দাঁড়াতে হয় দেবকে? রাজনৈতিক প্রভাব খাটান না তিনি? দেবের স্পষ্ট জবাব, ‘‘না, কোনও দিনই নিজের পদের সুবিধা নিই নি আমি। একবার সুযোগ নেওয়া শুরু হলে তার কোনও শেষ নেই। ওই নেশায় পা দিতে চাই না আমি। যদি কেউ বলেন, ‘দেব তার সাংসদ-ক্ষমতার ব্যবহার করেন’, সেটি বড় যন্ত্রণার। তা ছাড়া, ভালবাসা দিয়ে মানুষের কাছাকাছি থাকতে চেয়েছি চির কাল। ওটাই আমার নেশা।’’