শেখ রাসেলের জীবনী অবলম্বনে ‘আমি মায়ের কাছে যাবো’
- আপডেট : ১২:৪২:১৫ অপরাহ্ন, সোমাবার, ২৭ ডিসেম্বর ২০২১
- / 190
কাহিনীচিত্রটিতে গীতালি দাশ গুপ্তা চরিত্রে অভিনয় করেছেন দেশ বরেণ্য অভিনেত্রী তারিন জাহান এবং শেখ রাসেল চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী দিহান। এছাড়াও এখানে সুরুজ আলী চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, রাশেদা জামান চরিত্রে অভিনয় করেছেন সাবেরী আলম।
অভিনয় প্রসঙ্গে তারিন জাহান বলেন,‘মহামানবের দেশে গল্প অবলম্বনে আমি মায়ের কাছে যাবো কাহিনীচিত্রটির স্ক্রিপ্ট টা খুব সুন্দর। সত্যি বলতে কী আবেগের জায়গা থেকে স্ক্রিপ্টিংটা অসাধারণ হয়েছে। সবকিছু মিলিয়ে কাহিনীচিত্রটি খুব ভালো হয়েছে। এখন শুধু অপেক্ষায় আছি পূর্ণ সম্পাদনার পর মিউজিকের কাজ শেষে কেমন হবে। কারণ আবেগের জায়গাগুলো যথাযথভাবে ফুটিয়ে তোলার ক্ষেত্রে ঠিকঠাকভাবে মিউজিক ব্যবহার করাটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তবে এমন একটি গল্পে অভিনয় করে ভীষণ ভালো লেগেছে আমার। আমার বিশ্বাস দর্শকের ভালো লাগবে।’
তারিন জানান, আগামী বছরের দ্বিতীয় সপ্তাহে এই কাহিনী চিত্রটির প্রিমিয়ার হবে। এর আগেও তারিনকে এই ধরনের কাজে দর্শক দেখেছেন। এই ধরনের গল্পে তারিনকে বেশ মানায়। যে কারণে মূলত যারা এই ধরনের কাজের উদ্যোক্তা তারা তাকে নিয়েই কাজ করতে ভীষণ আগ্রহ প্রকাশ করেন এবং নির্মাণ শেষে নির্মাতাও আবারো কাজ করা নিয়ে ইচ্ছে প্রকাশ করেন।
এর আগে গেলো শোক দিবসে তিনি সোহেল রানা বয়াতীর পরিচালনায় বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘রক্ত মাখা সিড়ি’র ডকুড্রামায় অভিনয় করে বেশ প্রশংসিত হন। ‘রক্ত মাখা সিড়ি’ গানটি লিখেছেন সুজন হাজং। সুর সঙ্গীত করেছেন সুমন কল্যাণ। গেয়েছেন নিশীতা বড়ুয়া। মূলত এই গানটিকে ঘিরেই ডকুড্রামা নির্মিত হয়।