ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

‘কোভিড রিপোর্ট’ না থাকায় মিমের শুটিং বাতিল

প্রতিনিধির নাম
  • আপডেট : ০১:৫৫:৪৩ অপরাহ্ন, সোমাবার, ১৭ জানুয়ারী ২০২২
  • / 132
বিজ্ঞাপনচিত্রের একটি শুটিংয়ে আজ সোমবার অংশ নেওয়ার কথা ছিল চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের। শুটিং শুরুর আগে সময়মতো ‘কোভিড রিপোর্ট’ না দেখাতে পারায় ‘ইলেভেন্থ আওয়ারে’ শুটিং ক্যান্সেল করেন ‘মৃধা বনাম মৃধা’-খ্যাত নির্মাতা রনি ভৌমিক।

গত ৪ জানুয়ারি জাঁকালো আয়োজনে বিয়ে করেন মিম। বিয়ের ৫ দিন পর অর্থাৎ ৯ জানুয়ারি জানা যায়, করোনা আক্রান্ত হয়েছেন অভিনেত্রীর স্বামী সনি পোদ্দার। শুধু তাই নয়, মিমের বাবা বীরেন্দ্রনাথ সাহাসহ ওই অনুষ্ঠানে অংশ নেওয়া অনেকেই আক্রান্ত হন।

রনি ভৌমিক বলেন, ‘মিমের বিয়ের কিছুদিন পরই আমরা জানতে পারি তার পরিবার করোনায় আক্রান্ত হয়েছেন। সৌভাগ্যবশত মিমের রিপোর্ট নেগেটিভ আসে। যার দরুণ আমরা শুটিং করার পরিকল্পনা বহাল রাখি। তবে শুরুতেই মিমকে জানিয়ে রাখা হয়েছিলো যে, মিমের রিপোর্ট যদি নেগেটিভ থাকে তাহলে আমরা শুটিং করবো নাহলে তা পেছানো হবে। সেইসঙ্গে তাকে এটাও জানানো হয়েছিলো, শুটিং শুরুর আগে মিম তার ‘কোভিড রিপোর্ট’ আমাদের দেখাবে। গতকাল পর্যন্ত না পাওয়ায় আজকে শুটিং ক্যান্সেল করা হয়। এরপর আজকে সকালে তার রিপোর্ট হাতে পাই আমরা। ততক্ষণে তো শুটিং ক্যান্সেল।’

তিনি আরও বলেন, ‘একটি টিমে অনেক সদস্য থাকে। কেউই কিন্তু রিস্ক নিতে চায় না। আমাদের সবারই উচিত সচেতনতার সাথে কাজ করা। মিম যেহেতু আজকে রিপোর্ট পাঠিয়েছেন, আমরা আগামীকাল শুটিং করার প্ল্যান করছি।’

এর আগে মিম গণমাধ্যমে জানিয়েছিলেন যে, ‘আমি তো সুস্থই আছি। টেস্ট করানোর কী দরকার! আমার আসলে তেমন কোনও উপসর্গ নেই। এ কারণে টেস্ট করাচ্ছি না। অন্যদিকে পরিবারের সদস্যরাও এখন শারীরিকভাবে সুস্থই মনে হচ্ছে। তাদের কোনও লক্ষণ আর নেই।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘কোভিড রিপোর্ট’ না থাকায় মিমের শুটিং বাতিল

আপডেট : ০১:৫৫:৪৩ অপরাহ্ন, সোমাবার, ১৭ জানুয়ারী ২০২২
বিজ্ঞাপনচিত্রের একটি শুটিংয়ে আজ সোমবার অংশ নেওয়ার কথা ছিল চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের। শুটিং শুরুর আগে সময়মতো ‘কোভিড রিপোর্ট’ না দেখাতে পারায় ‘ইলেভেন্থ আওয়ারে’ শুটিং ক্যান্সেল করেন ‘মৃধা বনাম মৃধা’-খ্যাত নির্মাতা রনি ভৌমিক।

গত ৪ জানুয়ারি জাঁকালো আয়োজনে বিয়ে করেন মিম। বিয়ের ৫ দিন পর অর্থাৎ ৯ জানুয়ারি জানা যায়, করোনা আক্রান্ত হয়েছেন অভিনেত্রীর স্বামী সনি পোদ্দার। শুধু তাই নয়, মিমের বাবা বীরেন্দ্রনাথ সাহাসহ ওই অনুষ্ঠানে অংশ নেওয়া অনেকেই আক্রান্ত হন।

রনি ভৌমিক বলেন, ‘মিমের বিয়ের কিছুদিন পরই আমরা জানতে পারি তার পরিবার করোনায় আক্রান্ত হয়েছেন। সৌভাগ্যবশত মিমের রিপোর্ট নেগেটিভ আসে। যার দরুণ আমরা শুটিং করার পরিকল্পনা বহাল রাখি। তবে শুরুতেই মিমকে জানিয়ে রাখা হয়েছিলো যে, মিমের রিপোর্ট যদি নেগেটিভ থাকে তাহলে আমরা শুটিং করবো নাহলে তা পেছানো হবে। সেইসঙ্গে তাকে এটাও জানানো হয়েছিলো, শুটিং শুরুর আগে মিম তার ‘কোভিড রিপোর্ট’ আমাদের দেখাবে। গতকাল পর্যন্ত না পাওয়ায় আজকে শুটিং ক্যান্সেল করা হয়। এরপর আজকে সকালে তার রিপোর্ট হাতে পাই আমরা। ততক্ষণে তো শুটিং ক্যান্সেল।’

তিনি আরও বলেন, ‘একটি টিমে অনেক সদস্য থাকে। কেউই কিন্তু রিস্ক নিতে চায় না। আমাদের সবারই উচিত সচেতনতার সাথে কাজ করা। মিম যেহেতু আজকে রিপোর্ট পাঠিয়েছেন, আমরা আগামীকাল শুটিং করার প্ল্যান করছি।’

এর আগে মিম গণমাধ্যমে জানিয়েছিলেন যে, ‘আমি তো সুস্থই আছি। টেস্ট করানোর কী দরকার! আমার আসলে তেমন কোনও উপসর্গ নেই। এ কারণে টেস্ট করাচ্ছি না। অন্যদিকে পরিবারের সদস্যরাও এখন শারীরিকভাবে সুস্থই মনে হচ্ছে। তাদের কোনও লক্ষণ আর নেই।’