নতুন দুই গানে আনিসা

বিনোদন ডেস্ক
  • আপডেট : ০৭:০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
  • / 194
নতুন দুটি গান নিয়ে হাজির হচ্ছেন তরুণ শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী আতিয়া আনিসা। গেল ভালোবাসা দিবসে গানগুলো প্রকাশ হবার কথা থাকলেও হয়নি। তবে শিগগিরই গান দু’টি ইউটিউবে প্রকাশ পাবে। গানগুলো লিখেছেন জসীম উদ্দিন। তরিক মৃধার সঙ্গে ‘মন পাগল তোর জন্য’, গানটির সুর সঙ্গীত করেছেন শাহরিয়ার আলম মার্সেল এবং মাহতিম শাকিবের সঙ্গে ‘আদরে আদরে সাজানো’ গানটির সুর সঙ্গীত করেছেন তন্ময় মাহবুবুল। এরইমধ্যে দু’টি গানেরই মিউজিক ভিডিওর কাজ শেষ হয়েছে, নির্মাণ করেছেন ফারহান।

গান দু’টি প্রসঙ্গে আনিসা বলেন,‘আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার ওস্তাদ জি শ্রদ্ধেয় মীর হেদায়েতুল বাকী স্যারের প্রতি। তিনি আমাকে ভীষণ স্নেহ করেন। তরিক মৃধার সঙ্গে যে গানটি গেয়েছি সে গানটি নব্বই দশকের গানের ঘরানার গান। আমার কাছে ভীষণ ভালো লেগেছে গানটি গেয়ে। আবার মাহতিম শাকিবের সঙ্গে যে গানটি গেয়েছি সেটি একটি ট্রেন্ডি সং। এই গানটিও আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমার বিশ্বাস শ্রোতা দর্শকেরও ভালো লাগবে।’

পঞ্চম শ্রেণীতে থাকাবস্থাতেই আনিসার গানে হাতেখড়ি হয় মীর হেদায়েতুল বাকী’র কাছে। যিনি বর্তমানে ইউনিভার্সিটি অব ডেভেলপম্যান্ট অলটারনেটিভ-এ সঙ্গীত বিভাগের শিক্ষক হিসেবে কজর্মরত। এখনও আনিসা তার কাছেই তালিম নিচ্ছেন। আনিসার গায়কী প্রসঙ্গে মীর হেদায়েতুল বাকী বলেন,‘আমার অসংখ্য গানের শিক্ষার্থীর মধ্যে আনিসার মতো শিক্ষার্থী খুব কমই আছে যাকে আমি নিজে থেকে আগ্রহ নিয়ে বলেছি গান ভালোভাবে করতে। কারণ তার কন্ঠটা ব্যতিক্রম মনে হয়েছিলো আমার কাছে। আধুনিক গানের জন্য তার কন্ঠটি খুব ব্যতিক্রম। প্রকৃতিগতভাবেই তার কন্ঠটা ভিন্ন। আমার যতো শিক্ষার্থী এসেছে, তাদের মধ্যে তার কন্ঠে আধুনিক গান এক অন্যরূপ পায়। আমি চাই আনিসা আগামীতে আমাকেও ছাড়িয়ে যাক, তাতে আমিই গর্বিত হবো।’

আনিসার সর্বশেষ প্রকাশিত মৌলিক গান হচ্ছে ‘ডুবে আছি তোমার প্রেমেতে’। এতে তার সহশিল্পী ছিলেন রাহুল। গানটি লিখেছেন জসীম উদ্দিন এবং সুর সঙ্গীত করেছেন তন্ময় মাহবুবুল। আনিসা এরইমধ্যে ইফেতখার চৌধুরীর ‘মুক্তি’, রায়হান রাফির ‘পরাণ’ ও অনন্ত বর্ষা অভিনীত ‘দিন দ্য ডে’ সিনেমায় প্লে-ব্যাক করেছেন। ভালোবাসা দিবস উপলক্ষ্যে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘পাশে থাকার গল্প’ নাটকে ‘আমার পালে তোমার হাওয়া’ গানটি গেয়েছেন। গানটি লিখেছেন সোমেশ্বর অলি। সুর সঙ্গীত করেছেন শাহরিয়ার আলম মার্সেল। এতে আনিসার সহশিল্পী তাহসিন আহমেদ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নতুন দুই গানে আনিসা

আপডেট : ০৭:০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
নতুন দুটি গান নিয়ে হাজির হচ্ছেন তরুণ শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী আতিয়া আনিসা। গেল ভালোবাসা দিবসে গানগুলো প্রকাশ হবার কথা থাকলেও হয়নি। তবে শিগগিরই গান দু’টি ইউটিউবে প্রকাশ পাবে। গানগুলো লিখেছেন জসীম উদ্দিন। তরিক মৃধার সঙ্গে ‘মন পাগল তোর জন্য’, গানটির সুর সঙ্গীত করেছেন শাহরিয়ার আলম মার্সেল এবং মাহতিম শাকিবের সঙ্গে ‘আদরে আদরে সাজানো’ গানটির সুর সঙ্গীত করেছেন তন্ময় মাহবুবুল। এরইমধ্যে দু’টি গানেরই মিউজিক ভিডিওর কাজ শেষ হয়েছে, নির্মাণ করেছেন ফারহান।

গান দু’টি প্রসঙ্গে আনিসা বলেন,‘আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার ওস্তাদ জি শ্রদ্ধেয় মীর হেদায়েতুল বাকী স্যারের প্রতি। তিনি আমাকে ভীষণ স্নেহ করেন। তরিক মৃধার সঙ্গে যে গানটি গেয়েছি সে গানটি নব্বই দশকের গানের ঘরানার গান। আমার কাছে ভীষণ ভালো লেগেছে গানটি গেয়ে। আবার মাহতিম শাকিবের সঙ্গে যে গানটি গেয়েছি সেটি একটি ট্রেন্ডি সং। এই গানটিও আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমার বিশ্বাস শ্রোতা দর্শকেরও ভালো লাগবে।’

পঞ্চম শ্রেণীতে থাকাবস্থাতেই আনিসার গানে হাতেখড়ি হয় মীর হেদায়েতুল বাকী’র কাছে। যিনি বর্তমানে ইউনিভার্সিটি অব ডেভেলপম্যান্ট অলটারনেটিভ-এ সঙ্গীত বিভাগের শিক্ষক হিসেবে কজর্মরত। এখনও আনিসা তার কাছেই তালিম নিচ্ছেন। আনিসার গায়কী প্রসঙ্গে মীর হেদায়েতুল বাকী বলেন,‘আমার অসংখ্য গানের শিক্ষার্থীর মধ্যে আনিসার মতো শিক্ষার্থী খুব কমই আছে যাকে আমি নিজে থেকে আগ্রহ নিয়ে বলেছি গান ভালোভাবে করতে। কারণ তার কন্ঠটা ব্যতিক্রম মনে হয়েছিলো আমার কাছে। আধুনিক গানের জন্য তার কন্ঠটি খুব ব্যতিক্রম। প্রকৃতিগতভাবেই তার কন্ঠটা ভিন্ন। আমার যতো শিক্ষার্থী এসেছে, তাদের মধ্যে তার কন্ঠে আধুনিক গান এক অন্যরূপ পায়। আমি চাই আনিসা আগামীতে আমাকেও ছাড়িয়ে যাক, তাতে আমিই গর্বিত হবো।’

আনিসার সর্বশেষ প্রকাশিত মৌলিক গান হচ্ছে ‘ডুবে আছি তোমার প্রেমেতে’। এতে তার সহশিল্পী ছিলেন রাহুল। গানটি লিখেছেন জসীম উদ্দিন এবং সুর সঙ্গীত করেছেন তন্ময় মাহবুবুল। আনিসা এরইমধ্যে ইফেতখার চৌধুরীর ‘মুক্তি’, রায়হান রাফির ‘পরাণ’ ও অনন্ত বর্ষা অভিনীত ‘দিন দ্য ডে’ সিনেমায় প্লে-ব্যাক করেছেন। ভালোবাসা দিবস উপলক্ষ্যে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘পাশে থাকার গল্প’ নাটকে ‘আমার পালে তোমার হাওয়া’ গানটি গেয়েছেন। গানটি লিখেছেন সোমেশ্বর অলি। সুর সঙ্গীত করেছেন শাহরিয়ার আলম মার্সেল। এতে আনিসার সহশিল্পী তাহসিন আহমেদ।