কেকের জন্য আবেগে ভাসলেন রাহমান

প্রতিনিধির নাম
  • আপডেট : ০৫:১৮:১২ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২
  • / 272

গণমাধ্যমে সহসা আবেগ প্রকাশ করতে দেখা যায় না তাকে। তবে কেকের মতো শিল্পীকে হারানোর ব্যথাটা ভালোই বিঁধেছে বুকে।
তাই এই মৃত্যুকে ‘বেদনাদায়ক’ বললেন অস্কারজয়ী এ আর রাহমান।
টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে শেয়ার করলেন কেকের সঙ্গে তার অতীত স্মৃতি। জানালেন, ‘‘নব্বইর দশকের শুরুর দিকে জিঙ্গেল গাইতেন কেকে। পরে তাকে আমরা সিনেমার জন্য ডাকলাম। তিনি ‘স্ট্রবেরি আঁখে’ গানটা গাইলেন।’’
আরও বললেন, ‘মাত্র ছয় মাস আগেই তাকে একটা গানের জন্য ডেকেছিলাম। কিন্তু তিনি তখন বললেন অসুস্থ বোধ করছেন। আমি বললাম, ঠিক আছে, সুস্থ হয়েই ফিরে আসুন।’
এ আর রাহমানও তাই আফসোস করছেন, তিন দশক আগে যার কণ্ঠে তার পপ সুরের ঝঙ্কার উঠেছিল, সেই শিল্পী আর কোনোদিন গাইবেন না।
কেকের আকস্মিক হার্ট অ্যাটাক সম্পর্কে জানতে চাইলে রাহমান বলেন, ‘মঞ্চে পারফর্ম করা কোনও শিল্পীর পক্ষেই সহজ কাজ নয়।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কেকের জন্য আবেগে ভাসলেন রাহমান

আপডেট : ০৫:১৮:১২ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২

গণমাধ্যমে সহসা আবেগ প্রকাশ করতে দেখা যায় না তাকে। তবে কেকের মতো শিল্পীকে হারানোর ব্যথাটা ভালোই বিঁধেছে বুকে।
তাই এই মৃত্যুকে ‘বেদনাদায়ক’ বললেন অস্কারজয়ী এ আর রাহমান।
টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে শেয়ার করলেন কেকের সঙ্গে তার অতীত স্মৃতি। জানালেন, ‘‘নব্বইর দশকের শুরুর দিকে জিঙ্গেল গাইতেন কেকে। পরে তাকে আমরা সিনেমার জন্য ডাকলাম। তিনি ‘স্ট্রবেরি আঁখে’ গানটা গাইলেন।’’
আরও বললেন, ‘মাত্র ছয় মাস আগেই তাকে একটা গানের জন্য ডেকেছিলাম। কিন্তু তিনি তখন বললেন অসুস্থ বোধ করছেন। আমি বললাম, ঠিক আছে, সুস্থ হয়েই ফিরে আসুন।’
এ আর রাহমানও তাই আফসোস করছেন, তিন দশক আগে যার কণ্ঠে তার পপ সুরের ঝঙ্কার উঠেছিল, সেই শিল্পী আর কোনোদিন গাইবেন না।
কেকের আকস্মিক হার্ট অ্যাটাক সম্পর্কে জানতে চাইলে রাহমান বলেন, ‘মঞ্চে পারফর্ম করা কোনও শিল্পীর পক্ষেই সহজ কাজ নয়।’