ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

থাকছেন না মেহ্জাবীন, তবে…

প্রতিনিধির নাম
  • আপডেট : ০১:৫৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১
  • / 291

মেহ্জাবীন চৌধুরী

::বিনোদন প্রতিবেদক::

বিশেষ দিবস কিংবা ঈদ উৎসবকে ঘিরে প্রতিবছরই তুমুল ব্যস্ত সময় পার করেন টিভি পর্দার শিল্পী ও নির্মাতা। এবছরও সেই ব্যস্ততা কমেনি, তবে প্রতিবারের তুলনায় নাটকের সংখ্যা কমে এসেছে অনেকটা। অন্যান্য বছরের মতো এবার নিজেকে ক্যামেরার সামনে ব্যস্ত রাখেননি ছোট পর্দার সুপারস্টার মেহ্জাবীন চৌধুরী। করোনার প্রকোপের কারণে এবার ঈদকে ঘিরে কোনো কাজ করেন নি তিনি।

গেল বছরেও যিনি ঈদে সর্বাধিক নাটকের অভিনেত্রী হিসেবে বিবেচিত হয়েছিলেন, এবার সেই সংখ্যাটা একদমই শূন্য। মার্চ মাসের শেষ দিক থেকেই নিজেকে গৃহবন্দি করেছেন তিনি। ঝুঁকি নিয়ে করেননি কোনো কাজ। তবে এই ঈদে নতুন মেহ্জাবীনকে দেখা না গেলেও পাওয়া যাবে পুরনো তাকে।

মাস কয়েক আগে শুটিং করা বেশকিছু নাটক এবার ঈদে প্রচারিত হতে যাচ্ছে। তার মধ্যে রয়েছে মেহ্জাবীন অভিনীত ৬টি নাটক। সেগুলো হলো- ‘নামকরণ’, ‘ব্লাড’, ‘ক্রেডিট শো’, ‘মেরুন’, ‘আবার ভালোবাসার সাধ জাগে’, ‘রাজা’ ইত্যাদি।

সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘নামকরণ’ নাটকে মেহ্জাবীনকে দেখা যাবে আফরান নিশোর বিপরীতে। ‘ব্লাড’ নাটকটি পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। এতে মেহ্জাবীন জুটি বেঁধেছেন জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে। মহিদুল মহিম পরিচালিত ‘ক্রেডিট শো’ নাটকে অভিনয় করেছেন তাহসান খান, মেহ্জাবীন প্রমুখ।

অন্যদিকে ‘মেরুন’, ‘রাজা’, ‘আবার ভালোবাসার সাধ জাগে’ নাটকগুলো পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি ও তুহিন হোসেন। তিনটি নাটকেই মেহ্জাবীনকে দেখা যাবে আফরান নিশোর বিপরীতে।

মেহ্জাবীন চৌধুরী বলেন, দর্শকরা সবসময়ই ঈদ নাটকের জন্য অপেক্ষা করেন। কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ঈদের জন্য কোনো কাজ করিনি। যেগুলো প্রচার হবে সেগুলো ঈদের প্রজেক্ট ছিলো না কিন্তু তারপরও ইদের কাজ হিসেবে প্রচার করছেন প্রযোজকরা। সেদিক থেকে দর্শকরা অল্প কয়েকটা কাজেই দেখবে আমাকে।

তিনি আরও বলেন, সবকিছু ঠিক থাকলে একটা লম্বা বিরতির পর কোরবানি ঈদের কাজ দিয়েই ফিরবো। ইনশাহআল্লাহ আগামি ঈদে দর্শকরা নতুন কাজে দেখতে পাবেন। আর এবার ঈদে একটি বিশেষ বিজ্ঞাপনে কাজ করেছি এলজি বাটারফ্লাই ব্র্যান্ডের ‘ইকো প্লাস’ রেফ্রিজারেটরের। এটি ঈদে আসার সম্ভাবনা রয়েছে।

ঈদের বিশেষ আয়োজন ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’ প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টার খবরের পর, বিটিভিতে। বর্ণিল আয়োজনে সাজানো দর্শকপ্রিয় এ অনুষ্ঠানে বিশেষ নৃত্যপরিবেশনা নিয়ে হাজির হবেন মেহ্জাবীন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

থাকছেন না মেহ্জাবীন, তবে…

আপডেট : ০১:৫৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১
::বিনোদন প্রতিবেদক::

বিশেষ দিবস কিংবা ঈদ উৎসবকে ঘিরে প্রতিবছরই তুমুল ব্যস্ত সময় পার করেন টিভি পর্দার শিল্পী ও নির্মাতা। এবছরও সেই ব্যস্ততা কমেনি, তবে প্রতিবারের তুলনায় নাটকের সংখ্যা কমে এসেছে অনেকটা। অন্যান্য বছরের মতো এবার নিজেকে ক্যামেরার সামনে ব্যস্ত রাখেননি ছোট পর্দার সুপারস্টার মেহ্জাবীন চৌধুরী। করোনার প্রকোপের কারণে এবার ঈদকে ঘিরে কোনো কাজ করেন নি তিনি।

গেল বছরেও যিনি ঈদে সর্বাধিক নাটকের অভিনেত্রী হিসেবে বিবেচিত হয়েছিলেন, এবার সেই সংখ্যাটা একদমই শূন্য। মার্চ মাসের শেষ দিক থেকেই নিজেকে গৃহবন্দি করেছেন তিনি। ঝুঁকি নিয়ে করেননি কোনো কাজ। তবে এই ঈদে নতুন মেহ্জাবীনকে দেখা না গেলেও পাওয়া যাবে পুরনো তাকে।

মাস কয়েক আগে শুটিং করা বেশকিছু নাটক এবার ঈদে প্রচারিত হতে যাচ্ছে। তার মধ্যে রয়েছে মেহ্জাবীন অভিনীত ৬টি নাটক। সেগুলো হলো- ‘নামকরণ’, ‘ব্লাড’, ‘ক্রেডিট শো’, ‘মেরুন’, ‘আবার ভালোবাসার সাধ জাগে’, ‘রাজা’ ইত্যাদি।

সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘নামকরণ’ নাটকে মেহ্জাবীনকে দেখা যাবে আফরান নিশোর বিপরীতে। ‘ব্লাড’ নাটকটি পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। এতে মেহ্জাবীন জুটি বেঁধেছেন জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে। মহিদুল মহিম পরিচালিত ‘ক্রেডিট শো’ নাটকে অভিনয় করেছেন তাহসান খান, মেহ্জাবীন প্রমুখ।

অন্যদিকে ‘মেরুন’, ‘রাজা’, ‘আবার ভালোবাসার সাধ জাগে’ নাটকগুলো পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি ও তুহিন হোসেন। তিনটি নাটকেই মেহ্জাবীনকে দেখা যাবে আফরান নিশোর বিপরীতে।

মেহ্জাবীন চৌধুরী বলেন, দর্শকরা সবসময়ই ঈদ নাটকের জন্য অপেক্ষা করেন। কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ঈদের জন্য কোনো কাজ করিনি। যেগুলো প্রচার হবে সেগুলো ঈদের প্রজেক্ট ছিলো না কিন্তু তারপরও ইদের কাজ হিসেবে প্রচার করছেন প্রযোজকরা। সেদিক থেকে দর্শকরা অল্প কয়েকটা কাজেই দেখবে আমাকে।

তিনি আরও বলেন, সবকিছু ঠিক থাকলে একটা লম্বা বিরতির পর কোরবানি ঈদের কাজ দিয়েই ফিরবো। ইনশাহআল্লাহ আগামি ঈদে দর্শকরা নতুন কাজে দেখতে পাবেন। আর এবার ঈদে একটি বিশেষ বিজ্ঞাপনে কাজ করেছি এলজি বাটারফ্লাই ব্র্যান্ডের ‘ইকো প্লাস’ রেফ্রিজারেটরের। এটি ঈদে আসার সম্ভাবনা রয়েছে।

ঈদের বিশেষ আয়োজন ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’ প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টার খবরের পর, বিটিভিতে। বর্ণিল আয়োজনে সাজানো দর্শকপ্রিয় এ অনুষ্ঠানে বিশেষ নৃত্যপরিবেশনা নিয়ে হাজির হবেন মেহ্জাবীন।