ফেসবুকে উধাও সুনেরাহ

- আপডেট : ০৮:১২:৫৪ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩
- / 88
সেই সমালোচনার ভিড়ে ফেসবুকে থেকে নিজেকে সরিয়ে নিলেন সুনেরাহ। সুনেরাহ’র ফেসবুক ভেরিফাইড অ্যাকাউন্টটি এখন আর পাওয়া যাচ্ছে না। বর্তমানে তা নিষ্ক্রিয় (ডিঅ্যাকটিভ) দেখাচ্ছে। তবে ইনস্টাগ্রাম সক্রিয় আছেন এই অভিনেত্রী।
এদিকে, ‘গোপন’ ভিডিও ফাঁস হওয়ার ঘটনায় ক্ষমা চেয়েছেন ন ডরাই’খ্যাত এই অভিনেত্রী। সুনেরাহ দিয়েছেন দীর্ঘ স্ট্যাটাস। সেখানে তিনি লেখেন, ‘ভিডিওতে যে ধরনের শব্দ আমি ব্যবহার করেছি, সেটার কারণে আমি সবার কাছে সরি বলতে চাই। আসলে ওই সময়টা আমি খুব চঞ্চল ছিলাম। আমার যারা ফ্রেন্ড তারা বিষয়টি খুব ভালো করেই জানেন। তখন বন্ধুদের সঙ্গে আমি ওইভাবেই মজা করতাম। আর ভিডিওটা আমি নিজেও করিনি। এখানে আসলে খারাপ কোনো উদ্দেশ্য ছিল না।’
তিনি আরও বলেন, ‘ এই ঘটনার জন্য আমি আবারও ক্ষমা চাইছি। সবাইকে অনুরোধ করব, বিষয়টি নিয়ে আর কোনো আলোচনা না করার। তখনকার সুনেরাহ আর এখনকার সুনেরাহর মধ্যে আকাশ-পাতাল তফাত।’
ভিডিও নিয়ে কোনো আইনি পদক্ষেপ নেবেন না জানিয়ে সুনেরাহ বলেন, ‘ আমি আমার অবস্থান ক্লিয়ার করে দিয়েছি। এটাই যথেষ্ট।’