সংখ্যা নয়, মানের দিকে জোর দিচ্ছি এখন: সজল
- আপডেট : ১০:৫৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১
- / 222
এরমধ্যে শেষ করেছেন জে এস মিশুর রচনা ও পরিচালনায় ‘একটি অনাকাঙ্ক্ষিত প্রেমের গল্প’ শিরোনামের নাটক। এছাড়াও এখন করছেন নতুন আরেকটি নাটকের শুটিং। এই মুহূর্তে তার হাতে রয়েছে বেশ কিছু সিনেমা। এছাড়াও কাজ করছেন ওটিটি প্লাটফর্মের জন্য।
সজল বলেন, একটা সময় অনেক বেশি কাজ করেছি। কিন্তু গত কয়েক বছর ধরে কাজের সংখ্যা যেমন কমিয়েছি তেমনি মানসম্মত কাজের দিকেও জোর দিয়েছি বেশি। একটু ডিফারেন্ট ও ভালো কিছু পেলেই তবে সেটা করার চেষ্টা করছি।
তিনি আরও বলেন, ভালো কিছু কাজ করছি কিন্তু সেগুলো নিয়ে এখনই কিছু বলতে চাই না। কাজগুলো একদম শেষ হলে তারপর সবাইকে জানাবো। সত্যি বলতে এখন কাজের অনেক মাধ্যম তৈরি হয়েছে। তাই কাজের ব্যস্ততাও বেড়েছে। তবে বরাবরই নতুন গল্প ও চরিত্রকে প্রাধান্য দিচ্ছি। যারা সাম্প্রতিক সময়ে আমার কাজগুলো দেখছেন তারা জানেন কেমন ধরনের গল্পে কাজ করছি।
চলতি বছরেই মুক্তি পেয়েছে সজলের সিনেমা ‘ব্যাচ-২০০৩’, যেখানে ভিন্নধর্মী এক সজলকে দেখেছেন দর্শক। সিনেমাটিতে তুমুল প্রশংসা পেয়েছেন এই অভিনেতা যার কারণে ভালো গল্পের কাজের প্রতি তার আগ্রহটা এখন অনেক বেশি বেড়েছে।
মুক্তির অপেক্ষায় আছে সজলের ‘জ্বীন’ সিনেমাটি। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন নাদের চৌধুরী। এখানে সজলের বিপরীতে অভিনয় করেছেন পূজা চেরি। এদিকে শেষ করেছেন হৃদি হকের সিনেমার কাজও যেটি শিগগিরই মুক্তি পাবে বড় পর্দায়।