জাদুনগরে কনা

প্রতিনিধির নাম
  • আপডেট : ১১:৫৪:৩৩ পূর্বাহ্ন, সোমাবার, ৩০ অগাস্ট ২০২১
  • / 160
গানের পাখি দিলশাদ নাহার কনা এবার কন্ঠ দিলেন ‘জাদুনগরে’। গানটির কথা লিখেছেন আশিক বন্ধু, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন নাজির মাহমুদ। কায়সার আহমেদ পরিচালিত ধারাবাহিক নাটক ‘জাদুনগর’ এর টাইটেল গান এটি। ই-মিউজিক স্টুডিওতে রোববার গানটির রেকর্ডিংয়ে অংশ নেন কনা।

গানটি প্রসঙ্গে কনা বলেন, নাটকের জন্য গান আগেও গেয়েছি। তবে এবারের গানটির ভিন্নধর্মী। গানের কথায় যেমন চমক আছে, সুরেও রয়েছে নতুনত্ব। গানে কণ্ঠ দিয়ে তৃপ্তি পেয়েছি। ‘জাদুনগর” নাটকের টাইটেল গান হিসেবে এটি ব্যবহার করা হলেও আমার ধারণা গানটি জনপ্রিয়তা পাবে।

‘জাদুনগর’ নাটকের পরিচালক কায়সার আহমেদ বলেন, আমার নাটকের অন্যতম আকর্ষণ হলো কনার গাওয়া এ গানটি। এতে শিল্পী বেশ যত্ন নিয়ে কণ্ঠ দিয়েছেন। গানটি নিয়ে ভীষণ আশাবাদী আমি।

কেবল নামে আর গানেই নয়, নাটকটির গল্পেও চমক থাকছে জানিয়ে নির্মাতা বলেন, এটা আমার একধরনের এক্সপেরিমেন্টাল কাজ। জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি বেশ কিছু নতুন মুখকে এ ধারাবাহিক নাটকে দেখা যাবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাদুনগরে কনা

আপডেট : ১১:৫৪:৩৩ পূর্বাহ্ন, সোমাবার, ৩০ অগাস্ট ২০২১
গানের পাখি দিলশাদ নাহার কনা এবার কন্ঠ দিলেন ‘জাদুনগরে’। গানটির কথা লিখেছেন আশিক বন্ধু, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন নাজির মাহমুদ। কায়সার আহমেদ পরিচালিত ধারাবাহিক নাটক ‘জাদুনগর’ এর টাইটেল গান এটি। ই-মিউজিক স্টুডিওতে রোববার গানটির রেকর্ডিংয়ে অংশ নেন কনা।

গানটি প্রসঙ্গে কনা বলেন, নাটকের জন্য গান আগেও গেয়েছি। তবে এবারের গানটির ভিন্নধর্মী। গানের কথায় যেমন চমক আছে, সুরেও রয়েছে নতুনত্ব। গানে কণ্ঠ দিয়ে তৃপ্তি পেয়েছি। ‘জাদুনগর” নাটকের টাইটেল গান হিসেবে এটি ব্যবহার করা হলেও আমার ধারণা গানটি জনপ্রিয়তা পাবে।

‘জাদুনগর’ নাটকের পরিচালক কায়সার আহমেদ বলেন, আমার নাটকের অন্যতম আকর্ষণ হলো কনার গাওয়া এ গানটি। এতে শিল্পী বেশ যত্ন নিয়ে কণ্ঠ দিয়েছেন। গানটি নিয়ে ভীষণ আশাবাদী আমি।

কেবল নামে আর গানেই নয়, নাটকটির গল্পেও চমক থাকছে জানিয়ে নির্মাতা বলেন, এটা আমার একধরনের এক্সপেরিমেন্টাল কাজ। জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি বেশ কিছু নতুন মুখকে এ ধারাবাহিক নাটকে দেখা যাবে।