ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সঞ্জয়ের থ্রিলার ‘লোহার তরী’, নায়িকা তানজিন তিশা

প্রতিনিধির নাম
  • আপডেট : ১১:৫৫:২২ পূর্বাহ্ন, সোমাবার, ৩০ অগাস্ট ২০২১
  • / 107

নির্মাতা সঞ্জয় সমদ্দার ও অভিনেত্রী তানজিন তিশা

শিফট, যে শহরে টাকা উড়ে, পলিটিকস, অপরুপা, আপনার ছেলে কী করে, ট্রল- নাটক নির্মাণ করে দর্শক হৃদয়ে পোক্ত আসন তৈরি করে নেন সময়ের জনপ্রিয় নির্মাতা সঞ্জয় সমদ্দার। প্রতিটা কাজের ক্ষেত্রেই গল্পে রেখেছেন ভিন্নতা, নির্মাণে দেখিয়েছেন মুন্সিয়ানা। শুধু নাটকেই নয়, সময়ের সাথে তাল মিলিয়ে নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন ওয়েবেও। ‘শিকল’ ওয়েব সিরিজ নির্মাণ করে রীতিমত চমকেই দিয়েছেন দর্শকদের।

সেই ধারাবাহিকতায় আবারও নতুন কিছু নিয়ে আসছেন তিনি। নির্মাণ করতে যাচ্ছেন ওয়েব ফিল্ম ‘লোহার তরী’। থ্রিলার গল্পের এই ফিল্মে অভিনয় করবেন তানজিন তিশা ও মনোজ প্রামাণিক। এমনটাই নিশ্চিত করেছেন নির্মাতা নিজে।

সঞ্জয় সমদ্দার বলেন, আমি থ্রিলার গল্প বানাতেই বেশি পছন্দ করি। এই গল্পটাও একদম থ্রিলার। সবসময় চেষ্টা করি গল্পে এবং নির্মাণে নতুনত্ব রাখার। এবারও তাই। আর তিশা আপুর সঙ্গে আমার কাজের অভিজ্ঞতাও খুবই ভালো, এবার সঙ্গে আছেন মনোজ ভাইও। সেইসাথে এই কাজটির আয়োজনও বেশ বড়, আশা করছি সুন্দরভাবেই কাজটি শেষ করতে পারবো।

তিনি আরও বলেন, সহজভাবে যদি বলি, ‘লোহার তরী’ হচ্ছে একটি লঞ্চ ও এক রাতের গল্প। লঞ্চে শুরু, লঞ্চেই শেষ হবে। এরমধ্যেই অনেক কিছু অনেক ঘটনা, একটা মেয়ের সাথে ঘটা দুর্বিষহ অনেক বিষয় দেখানো হবে।

নির্মাতা জানান, আগামীকাল সদরঘাট থেকে শুরু হবে ফিল্মটির শুটিং। সদরঘাট থেকে লঞ্চ ছেড়ে যাবে সুদূর বরিশালের দিকে। টানা ৭ দিন এই লঞ্চেই হবে শুটিং।

তানজিন তিশা বলেন, সঞ্জয় সমদ্দার দাদার সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা খুবই চমৎকার। সেই অভিজ্ঞতার আলোকেই সুন্দর একটি গল্পে আবার কাজ করতে যাচ্ছি আমি। ‘লোহার তরী’র গল্পটা হচ্ছে নারী কেন্দ্রীক। আমি যে চরিত্রটা করছি এখানে, সেই চরিত্রটা নিয়েই গল্পটা এগিয়েছে। একটি মেয়ের উত্থান-পতনের গল্প। নিজের অবস্থান থেকে মেয়েটি কীভাবে সারভাইভ করে তা এতে দেখানো হবে। আশা করছি দারুণ কিছুই হবে।

টানা সাতদিনের শুটিং শেষে চলতি বছরেই ওয়েব ফিল্মটি মুক্তি পাবে ওটিটি প্লাটফর্ম আই থিয়েটারে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সঞ্জয়ের থ্রিলার ‘লোহার তরী’, নায়িকা তানজিন তিশা

আপডেট : ১১:৫৫:২২ পূর্বাহ্ন, সোমাবার, ৩০ অগাস্ট ২০২১
শিফট, যে শহরে টাকা উড়ে, পলিটিকস, অপরুপা, আপনার ছেলে কী করে, ট্রল- নাটক নির্মাণ করে দর্শক হৃদয়ে পোক্ত আসন তৈরি করে নেন সময়ের জনপ্রিয় নির্মাতা সঞ্জয় সমদ্দার। প্রতিটা কাজের ক্ষেত্রেই গল্পে রেখেছেন ভিন্নতা, নির্মাণে দেখিয়েছেন মুন্সিয়ানা। শুধু নাটকেই নয়, সময়ের সাথে তাল মিলিয়ে নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন ওয়েবেও। ‘শিকল’ ওয়েব সিরিজ নির্মাণ করে রীতিমত চমকেই দিয়েছেন দর্শকদের।

সেই ধারাবাহিকতায় আবারও নতুন কিছু নিয়ে আসছেন তিনি। নির্মাণ করতে যাচ্ছেন ওয়েব ফিল্ম ‘লোহার তরী’। থ্রিলার গল্পের এই ফিল্মে অভিনয় করবেন তানজিন তিশা ও মনোজ প্রামাণিক। এমনটাই নিশ্চিত করেছেন নির্মাতা নিজে।

সঞ্জয় সমদ্দার বলেন, আমি থ্রিলার গল্প বানাতেই বেশি পছন্দ করি। এই গল্পটাও একদম থ্রিলার। সবসময় চেষ্টা করি গল্পে এবং নির্মাণে নতুনত্ব রাখার। এবারও তাই। আর তিশা আপুর সঙ্গে আমার কাজের অভিজ্ঞতাও খুবই ভালো, এবার সঙ্গে আছেন মনোজ ভাইও। সেইসাথে এই কাজটির আয়োজনও বেশ বড়, আশা করছি সুন্দরভাবেই কাজটি শেষ করতে পারবো।

তিনি আরও বলেন, সহজভাবে যদি বলি, ‘লোহার তরী’ হচ্ছে একটি লঞ্চ ও এক রাতের গল্প। লঞ্চে শুরু, লঞ্চেই শেষ হবে। এরমধ্যেই অনেক কিছু অনেক ঘটনা, একটা মেয়ের সাথে ঘটা দুর্বিষহ অনেক বিষয় দেখানো হবে।

নির্মাতা জানান, আগামীকাল সদরঘাট থেকে শুরু হবে ফিল্মটির শুটিং। সদরঘাট থেকে লঞ্চ ছেড়ে যাবে সুদূর বরিশালের দিকে। টানা ৭ দিন এই লঞ্চেই হবে শুটিং।

তানজিন তিশা বলেন, সঞ্জয় সমদ্দার দাদার সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা খুবই চমৎকার। সেই অভিজ্ঞতার আলোকেই সুন্দর একটি গল্পে আবার কাজ করতে যাচ্ছি আমি। ‘লোহার তরী’র গল্পটা হচ্ছে নারী কেন্দ্রীক। আমি যে চরিত্রটা করছি এখানে, সেই চরিত্রটা নিয়েই গল্পটা এগিয়েছে। একটি মেয়ের উত্থান-পতনের গল্প। নিজের অবস্থান থেকে মেয়েটি কীভাবে সারভাইভ করে তা এতে দেখানো হবে। আশা করছি দারুণ কিছুই হবে।

টানা সাতদিনের শুটিং শেষে চলতি বছরেই ওয়েব ফিল্মটি মুক্তি পাবে ওটিটি প্লাটফর্ম আই থিয়েটারে।