সম্মাননা পেলেন তানভীন সুইটি
- আপডেট : ১১:৫৯:৪৯ পূর্বাহ্ন, সোমাবার, ৩০ অগাস্ট ২০২১
- / 159
আজ জনপ্রিয় এই অভিনেত্রীর জন্মদিন। সুইটির নিজের জন্মদিন এলে ভালো লাগার মাঝেও তার মন খারাপ হয়ে যায়। কারণ ক’দিন পরেই অর্থাৎ আগামী ৬ সেপ্টেম্বর তার প্রিয় বন্ধু সালমান শাহ’র মৃত্যুবার্ষিকী। তাই বন্ধু’র কথা মনে হলেও ভীষণ মন খারাপ হয় তার। এদিকে আজ নিজের জন্মদিনে বিশেষ কিছুই করছেন না। কারণ দেশের করোনা পরিস্থিতির মধ্যে নিজের জন্মদিন নিয়ে কোন আয়োজনেই আগ্রহ নেই তার। তবে জন্মদিনে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন, যেন পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকতে পারেন, সুস্থ থাকতে পারেন।
গেলো ২৭ আগস্ট তানভীন সুইটি অভিনয়ে এবং মডেলিং-এ দীর্ঘদিন যাবত বিশেষ অবদান রাখায় তাকে সম্মাননায় ভূষিত করা হয়েছে। রোটারী ক্লাব (উত্তরা, ঢাকা) থেকে তাকে ‘ভোকেশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২১-২০২২’ সম্মানায় ভূষিত করা হয়।
তানভীন সুইটি বলেন, ‘যেকোন সম্মাননাই একজন শিল্পীর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। রোটারী ক্লাব বাংলাদেশের একটি এতিহ্যবাহী ক্লাব। এমন একটি প্রতিষ্ঠান থেকে আমাকে বিশেষভাবে সম্মানীত করা আমি সত্যিই ভীষণ আনন্দিত, গর্বিত। যারা আমাকে নির্বাচিত করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা রইলো।
আর দর্শকের প্রতি অসীম কৃতজ্ঞতা, কারণ তারা আমার কাজ দেখছেন, কাজকে মূল্যায়ণ করছেন, ভালো মন্দের বিবেচনা করছেন, আমাকে অনুপ্রেরণা দিচ্ছেন। এটাই অনেক বড় বিষয়। আমি আজীবন চেষ্টা করে এসেছি নাটকে হোক, বিজ্ঞাপনে হোক কিংবা সিনেমাতে-মানসম্পন্ন কাজ করতে। মানের বিষয়ে আমি কখনোই আপোষ করিনি। কম কাজ করেছি হয়তো অনেক সময়, কিন্তু মানের ব্যাপারে ছাড় দেইনি। শিল্পী হিসেবে আমার দায়বদ্ধতার জায়গা থেকেই আমি এটি করেছি। আর আমার ভক্ত দর্শকেরা তাতে আমাকে অনুপ্রাণিত করেছেন, এভাবেই আমি এগিয়ে চলেছি।’
সুইটি জানান, এরইমধ্যে তিনি তারিক আনাম খান ও নিমা রহমানের পরিচালনায় ‘গুলশান এভিনিউ-টু’ ধারাবাহিকের কাজ শুরু করেছেন। এরইমধ্যে বেশকিছু পর্বের কাজে অংশ নিয়েছেন তিনি। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে তিনি আবারো এই ধারাবাহিকের কাজ করবেন। এদিকে গেলো শোক দিবসে বিটিভিতে প্রচারিত ‘পিতার জন্য শোকগাঁথা’ অনুষ্ঠানে তানভীন সুইটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজের লেখা ‘আমার দেখা নয়া চীন’ পাঠ করে বেশ প্রশংসিত হন।