যারা ‘বিচ’ তাদের উদ্দেশ্যেই এটা লেখা, বললেন পরীমনি
- আপডেট : ০১:৩২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
- / 151
দুপুরে বনানীর নিজ বাসায় ফেরার পর গণমাধ্যমের সাথে কথা বলেন পরীমনি। কারাগার থেকে বেরিয়ে নিজের হাতে ওই লেখাটি তিনি লিখেছেন বলে জানান পরীমনি। ‘ডোন্ট ‘লাভ’ মি বিচ’ কথাটির অর্থ ব্যাখ্যা করতে গিয়ে পরীমনি বলেন, ‘ডেফিনেটলি এটা তো একটা বার্তাই ছিল। এত কথা তো বলতে পারছিলাম না ওখানে বসে, মনে হলো এভাবে পৌঁছিয়ে দেই সবাইকে। এখন এটা দেখে যে মনে করবে, যার মনে হবে, আমাকে বলছে মনে হয়, ওর জন্যেই বলছি আমি।’
এই ‘বিচ’ কারা জানতে চাইলে পরীমনি বলেন, যারা বিচ, তাদের উদ্দেশ্য করেই এটা লেখা। যে যে বিচ, যারা মনে করে আল্লাহ, আমাকে এটা আমাকে লিখছে কিনা, সে-ই বিচ। বিচের সংখ্যা তো অনেক বড়, অনেক লম্বা।
যখন আমি অ্যারেস্ট হইলাম তখন এক রকম অ্যাকটিভিটিজ। আবার যখন জামিন পেলাম, তখন অন্যরকম অ্যাকটিভিটিজ। ওরা হইল বিচ।’
পরীমনি আরও বলেন, ওদের ভালোবাসার দরকার নেই। মুখে এক, মনে এক – ওদের ভালোবাসার দরকার নেই। যারা আমাকে ভালোবাসে, তারা আমার পাশে থাকলেই হবে।
গ্রেপ্তার হওয়া ও কারাগারে যেভাবে সময় কাটাতে হয়েছে, কয়েকদিন পর সবাইকে তার বিস্তারিত জানাবেন এই নায়িকা। এ বিষয়ে তিনি বলেন, এটা নিয়ে ডেফিনিটলি কথা বলবো। আমাকে তো কথা বলতেই হবে। এটা আমার দায়বদ্ধতা। কিন্তু আমার কিছু সময় লাগবে। অনেক লম্বা কথা আছে, আমি বলতে চাই। সত্যি সত্যি বলতে চাই, ডেফিনিটলি আমি বলবো।