ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মাঝেমধ্যে দর্শককে মিস করতে দিতে হয়: তিশা

প্রতিনিধির নাম
  • আপডেট : ০১:০২:৫৬ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
  • / 117
অনেক দিন ধরেই কাজে নেই জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। পায়ে ইনজুরির কারণে গত ঈদেও কোন কাজ করেননি তিনি। প্রায় তিন মাসেরও বেশি সময় ধরে ক্যামেরার বাইরে তিনি। এখনই ফিরছেন না শুটিংয়ে। আরেকটু সুস্থ হয়ে তবেই ফিরবেন বলে জানান।

এদিকে গতকাল শনিবার করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন তিশা। ঢাকা উত্তরের একটি কেন্দ্রে সকালে গিয়ে তিনি টিকা নেন। তিশা বলেন, ‘ সরয়ার (মোস্তফা সরয়ার ফারুকী) যখন করোনাক্রান্ত হলো, তখন চূড়ান্ত সিদ্ধান্ত নিই এবং টিকা নেওয়ার জন্য নাম নিবন্ধন করি। এরপরই প্রথম ডোজ আর আজ দ্বিতীয় ডোজ নিয়ে ফেললাম। করোনা থেকে নিজেদের সুরক্ষিত করতে টিকা নেওয়া উচিত।’

কাজে ফেরা নিয়ে তিশা বলেন, ‘বাসায় এখন ঘরের কাজ করছি, বই পড়ছি, সিনেমা দেখছি। নতুন কোনো কাজ উপহার দিতে পারিনি বলে একদিক দিয়ে খারাপ লেগেছে, আরেক দিকে ভাবলে মনে হয়, বিরতিটাও দরকার ছিল। মাঝেমধ্যে দর্শককে মিস করতে দিতে হয়, নিজেও মিস করতে হয়। মিস না করলে তো পাওয়ার মূল্য বোঝা যায় না।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাঝেমধ্যে দর্শককে মিস করতে দিতে হয়: তিশা

আপডেট : ০১:০২:৫৬ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
অনেক দিন ধরেই কাজে নেই জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। পায়ে ইনজুরির কারণে গত ঈদেও কোন কাজ করেননি তিনি। প্রায় তিন মাসেরও বেশি সময় ধরে ক্যামেরার বাইরে তিনি। এখনই ফিরছেন না শুটিংয়ে। আরেকটু সুস্থ হয়ে তবেই ফিরবেন বলে জানান।

এদিকে গতকাল শনিবার করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন তিশা। ঢাকা উত্তরের একটি কেন্দ্রে সকালে গিয়ে তিনি টিকা নেন। তিশা বলেন, ‘ সরয়ার (মোস্তফা সরয়ার ফারুকী) যখন করোনাক্রান্ত হলো, তখন চূড়ান্ত সিদ্ধান্ত নিই এবং টিকা নেওয়ার জন্য নাম নিবন্ধন করি। এরপরই প্রথম ডোজ আর আজ দ্বিতীয় ডোজ নিয়ে ফেললাম। করোনা থেকে নিজেদের সুরক্ষিত করতে টিকা নেওয়া উচিত।’

কাজে ফেরা নিয়ে তিশা বলেন, ‘বাসায় এখন ঘরের কাজ করছি, বই পড়ছি, সিনেমা দেখছি। নতুন কোনো কাজ উপহার দিতে পারিনি বলে একদিক দিয়ে খারাপ লেগেছে, আরেক দিকে ভাবলে মনে হয়, বিরতিটাও দরকার ছিল। মাঝেমধ্যে দর্শককে মিস করতে দিতে হয়, নিজেও মিস করতে হয়। মিস না করলে তো পাওয়ার মূল্য বোঝা যায় না।’