আমি কখনোই হতাশ হই না: ঝিলিক

প্রতিনিধির নাম
  • আপডেট : ০২:২১:৫৯ অপরাহ্ন, সোমাবার, ১৩ সেপ্টেম্বর ২০২১
  • / 216

কণ্ঠশিল্পী ঝিলিক, ছবি: গোলাম সাব্বির

এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী ঝিলিক’র কন্ঠ যতোটা মিষ্টি এবং সুরেলা কিন্তু তার কন্ঠটাকে সঠিকভাবে এখনো কাজে লাগানো হয়নি। এটা অনেক সিনিয়র শিল্পীরই ভাষ্য।

গেলো বছর করোনাকালীন সময়ে উপমহাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীতশিল্পী রুনা লায়লাও তার গায়কীর প্রশংসা করেছিলেন। সাম্প্রতিক সময়ে ইউসুফিয়ানা প্রজেক্টে ওয়াই বিটসে প্রকাশিত ইউসুফ ও ঝিলিকের গাওয়া ‘আমার মনে’ গানটিও বেশ প্রশংসা কুড়াচ্ছে। গানটি লিখেছেন শাখাওয়াত হোসেন মারুফ। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন ইউসুফ আহমেদ খান। সঙ্গীতায়োজন করেছে সাউন্ড হ্যাকার।

গেলো বাবা দিবসে ‘বাবা তুমি’ শিরোনামেরও একটি গান প্রকাশিত হয়। গানটি লিখেছেন জামাল হোসেন এবং সুর করেছেন ইবরার টিপু। এই গানটিতে ঝিলিকের আবেগঘন অসাধারণ গায়কীও শ্রোতাদের মুগ্ধ করেছে। ঝিলিক জানান, এরইমধ্যে আরো কয়েকটি নতুন গানের কাজ শেষ করেছেন। গানগুলো শিগগিরই প্রকাশ পাবে। অনেকেই বলছেন তার কন্ঠ’কে আরো কাজে লাগানো যেতো। কিন্তু নিজের অবস্থান নিয়ে সন্তুষ্ঠ ঝিলিক।

ঝিলিক বলেন,‘আলহামদুলিল্লাহ একজন সঙ্গীতশিল্পী হিসেবে আমার অবস্থান নিয়ে আমি সন্তুষ্ট। আল্লাহ আমাকে যতোটুকু দিয়েছেন তাই নিয়েই আমি খুশী। সবচেয়ে বড় কথা হলো শ্রোতারা আমার গান পছন্দ করছেন, তাদের ভালো লাগা প্রকাশ করছেন , এটাই আমার আনন্দের বিষয়। তবে আরেকটি কথা না বললেই নয় গতবছর আমাদের দেশের গর্ব আমাদের সঙ্গীতের জীবন্ত কিংবদন্তী শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডাম আমার গায়কীর প্রশংসা করেছিলেন, এটা ছিলো আমার সঙ্গীত জীবনের অনেক বড় প্রাপ্তি। এটাই বা এক জীবনে কম কীসে। তিনি আমাকে আশীর্বাদ করেছেন, তাতে আমি আগামীতে আরো ভালো গান গাইবার অনুপ্রেরণা পেয়েছি। আমি কখনোই হতাশ হই না, আমি বিশ্বাস করি সামনে আমি আরো ভালো করতে পারবো।’

এরইমধ্যে ঝিলিক মিল্টন খন্দকারের সুরে ও বায়েজীদ খুরশীদ রিয়াজের লেখা ‘ভালোবাসার বদলে’, জামাল হোসেনের লেখা ও খালেদ মুন্নার সুরে ‘খুলে রেখেছি আমি’, রাজিয়া সুলতানার লেখা ও বিনোদের সুরে ‘জানি আমাকে কেউ একা করে’ , প্লাবন কোরেশীর লেখা ও সুরে একটি সিনেমার গান, সোহেলের লেখা ও মানাম আহমেদ’র সুরে আদমশুমারির গান শিগগিরই প্রকাশ পাবে। গেলো ৪ সেপ্টেম্বর জীবন্ত কিংবন্তী সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিনের জন্মদিনে এনটিভিতে সঙ্গীত পরিবেশন করেন ঝিলিক।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আমি কখনোই হতাশ হই না: ঝিলিক

আপডেট : ০২:২১:৫৯ অপরাহ্ন, সোমাবার, ১৩ সেপ্টেম্বর ২০২১
এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী ঝিলিক’র কন্ঠ যতোটা মিষ্টি এবং সুরেলা কিন্তু তার কন্ঠটাকে সঠিকভাবে এখনো কাজে লাগানো হয়নি। এটা অনেক সিনিয়র শিল্পীরই ভাষ্য।

গেলো বছর করোনাকালীন সময়ে উপমহাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীতশিল্পী রুনা লায়লাও তার গায়কীর প্রশংসা করেছিলেন। সাম্প্রতিক সময়ে ইউসুফিয়ানা প্রজেক্টে ওয়াই বিটসে প্রকাশিত ইউসুফ ও ঝিলিকের গাওয়া ‘আমার মনে’ গানটিও বেশ প্রশংসা কুড়াচ্ছে। গানটি লিখেছেন শাখাওয়াত হোসেন মারুফ। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন ইউসুফ আহমেদ খান। সঙ্গীতায়োজন করেছে সাউন্ড হ্যাকার।

গেলো বাবা দিবসে ‘বাবা তুমি’ শিরোনামেরও একটি গান প্রকাশিত হয়। গানটি লিখেছেন জামাল হোসেন এবং সুর করেছেন ইবরার টিপু। এই গানটিতে ঝিলিকের আবেগঘন অসাধারণ গায়কীও শ্রোতাদের মুগ্ধ করেছে। ঝিলিক জানান, এরইমধ্যে আরো কয়েকটি নতুন গানের কাজ শেষ করেছেন। গানগুলো শিগগিরই প্রকাশ পাবে। অনেকেই বলছেন তার কন্ঠ’কে আরো কাজে লাগানো যেতো। কিন্তু নিজের অবস্থান নিয়ে সন্তুষ্ঠ ঝিলিক।

ঝিলিক বলেন,‘আলহামদুলিল্লাহ একজন সঙ্গীতশিল্পী হিসেবে আমার অবস্থান নিয়ে আমি সন্তুষ্ট। আল্লাহ আমাকে যতোটুকু দিয়েছেন তাই নিয়েই আমি খুশী। সবচেয়ে বড় কথা হলো শ্রোতারা আমার গান পছন্দ করছেন, তাদের ভালো লাগা প্রকাশ করছেন , এটাই আমার আনন্দের বিষয়। তবে আরেকটি কথা না বললেই নয় গতবছর আমাদের দেশের গর্ব আমাদের সঙ্গীতের জীবন্ত কিংবদন্তী শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডাম আমার গায়কীর প্রশংসা করেছিলেন, এটা ছিলো আমার সঙ্গীত জীবনের অনেক বড় প্রাপ্তি। এটাই বা এক জীবনে কম কীসে। তিনি আমাকে আশীর্বাদ করেছেন, তাতে আমি আগামীতে আরো ভালো গান গাইবার অনুপ্রেরণা পেয়েছি। আমি কখনোই হতাশ হই না, আমি বিশ্বাস করি সামনে আমি আরো ভালো করতে পারবো।’

এরইমধ্যে ঝিলিক মিল্টন খন্দকারের সুরে ও বায়েজীদ খুরশীদ রিয়াজের লেখা ‘ভালোবাসার বদলে’, জামাল হোসেনের লেখা ও খালেদ মুন্নার সুরে ‘খুলে রেখেছি আমি’, রাজিয়া সুলতানার লেখা ও বিনোদের সুরে ‘জানি আমাকে কেউ একা করে’ , প্লাবন কোরেশীর লেখা ও সুরে একটি সিনেমার গান, সোহেলের লেখা ও মানাম আহমেদ’র সুরে আদমশুমারির গান শিগগিরই প্রকাশ পাবে। গেলো ৪ সেপ্টেম্বর জীবন্ত কিংবন্তী সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিনের জন্মদিনে এনটিভিতে সঙ্গীত পরিবেশন করেন ঝিলিক।