১৯ প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা একদিনে

প্রতিনিধির নাম
  • আপডেট : ০১:৩৮:৩২ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১
  • / 266
এবারও একদিনে অনুষ্ঠিত হবে ১৯টি প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা। আগামী শুক্রবার (৫ নভেম্বর) সকাল, দুপুর ও বিকালে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগেও গত ২৯ অক্টোবর বিসিএসসহ এক দিনে অন্তত এক ডজন সরকারি প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা নেয়া হয়েছিল।

এক দিনে এতোগুলো প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা নিয়ে চাকরি প্রার্থীরা পড়েছেন চরম বিড়ম্বনায়। কোনটা রেখে কোনটায় অংশ নেবেন-তা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন প্রার্থীরা। অন্যদিকে স্বপ্নভঙ্গ ও অর্থের অপচয়ের জন্য অনেক প্রার্থী ক্ষোভ প্রকাশ করেছেন।

পরীক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) শুক্র ও শনিবার নতুন করে কোনও নিয়োগ পরীক্ষা রাখেনি।

এ বিষয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একজন সাবেক চেয়ারম্যান জানান, একদিনে এতো পরীক্ষা নেয়াটা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। এ ব্যাপারে সরকারের অবিলম্বে একটি ব্যবস্থা নেওয়া দরকার।আগামী শুক্রবার যে ১৯টি প্রতিষ্ঠান, মন্ত্রণালয় ও সংস্থার নিয়োগ পরীক্ষা হবে সেগুলো হলো- স্থানীয় সরকার বিভাগ, কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১৪, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা, বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, শ্রম আদালত সিলেট, বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট, খাদ্য অধিদপ্তর, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, সমন্বিত সাতটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের তিনটি পদের ব্যবহারিক বাদে বাকি প্রতিষ্ঠানগুলোর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। খাদ্য অধিদপ্তরে পরীক্ষা হবে দেশের ৮টি বিভাগীয় শহরে (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ)।

শ্রম আদালত সিলেটের পরীক্ষা হবে সিলেটে এবং পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ার নিয়োগ পরীক্ষা হবে বগুড়ায়। এছাড়া বাকি সব প্রতিষ্ঠানের পরীক্ষা ঢাকায় হবে।

উল্লেখ্য, করোনার কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর গত সেপ্টেম্বর থেকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও মন্ত্রণালয় চাকরির পরীক্ষা নেওয়া শুরু করে। ফলে দুই মাস ধরে প্রতি শুক্রবার গড়ে ১৫টি প্রতিষ্ঠানের চাকরি পরীক্ষা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১৯ প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা একদিনে

আপডেট : ০১:৩৮:৩২ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১
এবারও একদিনে অনুষ্ঠিত হবে ১৯টি প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা। আগামী শুক্রবার (৫ নভেম্বর) সকাল, দুপুর ও বিকালে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগেও গত ২৯ অক্টোবর বিসিএসসহ এক দিনে অন্তত এক ডজন সরকারি প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা নেয়া হয়েছিল।

এক দিনে এতোগুলো প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা নিয়ে চাকরি প্রার্থীরা পড়েছেন চরম বিড়ম্বনায়। কোনটা রেখে কোনটায় অংশ নেবেন-তা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন প্রার্থীরা। অন্যদিকে স্বপ্নভঙ্গ ও অর্থের অপচয়ের জন্য অনেক প্রার্থী ক্ষোভ প্রকাশ করেছেন।

পরীক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) শুক্র ও শনিবার নতুন করে কোনও নিয়োগ পরীক্ষা রাখেনি।

এ বিষয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একজন সাবেক চেয়ারম্যান জানান, একদিনে এতো পরীক্ষা নেয়াটা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। এ ব্যাপারে সরকারের অবিলম্বে একটি ব্যবস্থা নেওয়া দরকার।আগামী শুক্রবার যে ১৯টি প্রতিষ্ঠান, মন্ত্রণালয় ও সংস্থার নিয়োগ পরীক্ষা হবে সেগুলো হলো- স্থানীয় সরকার বিভাগ, কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১৪, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা, বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, শ্রম আদালত সিলেট, বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট, খাদ্য অধিদপ্তর, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, সমন্বিত সাতটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের তিনটি পদের ব্যবহারিক বাদে বাকি প্রতিষ্ঠানগুলোর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। খাদ্য অধিদপ্তরে পরীক্ষা হবে দেশের ৮টি বিভাগীয় শহরে (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ)।

শ্রম আদালত সিলেটের পরীক্ষা হবে সিলেটে এবং পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ার নিয়োগ পরীক্ষা হবে বগুড়ায়। এছাড়া বাকি সব প্রতিষ্ঠানের পরীক্ষা ঢাকায় হবে।

উল্লেখ্য, করোনার কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর গত সেপ্টেম্বর থেকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও মন্ত্রণালয় চাকরির পরীক্ষা নেওয়া শুরু করে। ফলে দুই মাস ধরে প্রতি শুক্রবার গড়ে ১৫টি প্রতিষ্ঠানের চাকরি পরীক্ষা নেওয়া হচ্ছে।