বাংলাদেশের পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস
- আপডেট : ১১:৫৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
- / 154
গত জুলাই মাসে বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে নাম ঘোষণা করা হয়েছে পিটার ডি হাস-এর। এ ছাড়াও, এরিক এম. গারসেতি ভারতের, ডেনিস ক্যাম্পবেল ফ্রান্সের এবং বেরনাডেটে এম. মিহান চিলির রাষ্ট্রদূত হিসেবে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে পিটার ডি হাসের।
মার্কিন কংগ্রেসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, পিটার ডি হাস যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা। বর্তমানে মার্কিন পররাষ্ট্র দপ্তরের অর্থনৈতিক ও বাণিজ্যবিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। তার কর্মস্থল ওয়াশিংটন ডিসিতে।
জার্মানির একটি বিশ্ববিদ্যালয় থেকে কলায় স্নাতক ডিগ্রি অর্জন করেন পিটার হাস। ১৯৮৮ মালে তিনি যুক্তরাষ্ট্রের ইলিয়ন বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়াশোনা করেন এবং এরপর তিনি লন্ডন স্কুল অব ইকোনোমিকস থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
বর্তমানে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন আর্ল রবার্ট মিলার। তিনি ২০১৮ সালের নভেম্বরে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করেন। তিনি রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের স্থলাভিষিক্ত হন।