ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, বুধবার, ০৭ জুন ২০২৩, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী টোল দিলেন ১৬ হাজার ৪০০ টাকা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৮:৩৩:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২
  • / 101
পদ্মা সেতু উদ্বোধন ঘোষণার পর নিজ হাতে টোল পরিশোধ করে সেতু পাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় নিজ গাড়ির জন্য ৭৫০ টাকা টোল প্রদান করেন তিনি।

একইসাথে নিজের গাড়ি বহরে থাকা সবকটি গাড়ির টোলও পরিশোধ করেন শেখ হাসিনা। এ জন্য সরকার প্রধানকে গুনতে হয় ১৬ হাজার ৪০০ টাকা।

শনিবার বেলা ১১টা ৫৮ মিনিটে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ১২টা ৩৬ মিনিটে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল প্লাজা সংলগ্ন উদ্বোধনী ফলক ও ম্যুরাল-২ উন্মোচন করেন শেখ হাসিনা।

দুপুর ১২টা ০৬ মিনিটে সেতু দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর জাজিরার অভিমুখে রওয়ানা হয়। এর আগে বেলা ১১টা ৪৮ মিনিটে নিজ হাতে নির্ধারিত টোল দেন প্রধানমন্ত্রী।

সকাল ১০টায় হেলিকপ্টারযোগে মুন্সিগঞ্জের দোগাছি পদ্মা সেতু সার্ভিস এরিয়া-১ এ পৌঁছান সরকার প্রধান। সেখান থেকে পদ্মা সেতুর উত্তর থানা সংলগ্ন মাঠে আয়োজিত সুধী সমাবেশে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন। সমাবেশে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিশিষ্ট নাগরিক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রী টোল দিলেন ১৬ হাজার ৪০০ টাকা

আপডেট : ০৮:৩৩:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২
পদ্মা সেতু উদ্বোধন ঘোষণার পর নিজ হাতে টোল পরিশোধ করে সেতু পাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় নিজ গাড়ির জন্য ৭৫০ টাকা টোল প্রদান করেন তিনি।

একইসাথে নিজের গাড়ি বহরে থাকা সবকটি গাড়ির টোলও পরিশোধ করেন শেখ হাসিনা। এ জন্য সরকার প্রধানকে গুনতে হয় ১৬ হাজার ৪০০ টাকা।

শনিবার বেলা ১১টা ৫৮ মিনিটে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ১২টা ৩৬ মিনিটে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল প্লাজা সংলগ্ন উদ্বোধনী ফলক ও ম্যুরাল-২ উন্মোচন করেন শেখ হাসিনা।

দুপুর ১২টা ০৬ মিনিটে সেতু দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর জাজিরার অভিমুখে রওয়ানা হয়। এর আগে বেলা ১১টা ৪৮ মিনিটে নিজ হাতে নির্ধারিত টোল দেন প্রধানমন্ত্রী।

সকাল ১০টায় হেলিকপ্টারযোগে মুন্সিগঞ্জের দোগাছি পদ্মা সেতু সার্ভিস এরিয়া-১ এ পৌঁছান সরকার প্রধান। সেখান থেকে পদ্মা সেতুর উত্তর থানা সংলগ্ন মাঠে আয়োজিত সুধী সমাবেশে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন। সমাবেশে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিশিষ্ট নাগরিক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।