সোনালী আঁশ সংগ্রহে ব্যস্ত আত্রাইয়ের পাট চাষিরা

কামাল উদ্দিন টগর, নওগাঁ
  • আপডেট : ০২:৪২:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
  • / 156

 

উত্তর বঙ্গের শষ্য ভান্ডার খ্যাত নওগাঁর আত্রাইয়ে চলতি পাট মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকায় পাট কাটা,জগ দেওয়া ওপাটকাঠি থেকে সোনালী আঁশ ছড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন চাষিরা।

বিগত কয়েক বছরের তুলনায় এবার পাটের দাম বেশি হওয়ায় কৃষকের মুখে ফুটছে হাসি। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গত বছরের তুলনায় এবার সময় মতো পযাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় পাট কেটে তা নদী,নালা,খাল,বিল, ডোবায় জাগ দেওয়া আঁশ ছাড়ানো এবং হাটে বাজারে তা বিক্রিসহ সব মিলিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। আবার কোথাও দেখা গেছে,নারী-পুরুষের অংশ গ্রহনে পাট থেকে আঁশ ছাড়ানোর কাজ চলছে।

বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা যায়, বতমানে ভালো পাটের মুল্য এক হাজার ছয় শত টাকা মণ ও নিন্ম মানের পাটের মূল্য এক হাজার দুই শত টাকা দরে বিক্রি হচ্ছে।

ফলে ন্যায্য মূল্য পেয়ে চাষিদের মধ্যে এখন পাট চাষের আগ্রহ বাড়ছে।বিপ্রবোয়ালীয়া গ্রামের পাট চাষি- নজরুল ইসলাম ও বিশা ইউনিয়নের ডুবাই গ্রামের সাগর আলী জানান, দুই বিঘা জমিতে পাটচাষ করে ভালো ফলন পেয়েছি। অন্য বছরের তুলনায় এবার দাম বেশি থাকায় সমস্যায় পড়তে হচ্ছে না।

আত্রাই উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছর উপজেলায় এক হাজার চারশত পঞ্চাশ হেক্টর লক্ষ মাত্রা নিদ্ধারণ করা হলেও একহাজার চার শত পনর হেক্টর জমিতে পাট হয়েছে।স্বল্প খরচে উচ্চ ফলনশীল পাট উৎপাদন করতে পারে এজন্য আমরা প্রতিনিয়ত পরামশ প্রদান করছি।

এ বছর শুরুতে অনাবৃষ্টির কারণে গত বছরের তুলনায় পাটচাষ কম হলেও বাম্পার ফলন হয়েছে। বতমান বাজার ম্ল্যূ ভালো রয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সোনালী আঁশ সংগ্রহে ব্যস্ত আত্রাইয়ের পাট চাষিরা

আপডেট : ০২:৪২:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪

 

উত্তর বঙ্গের শষ্য ভান্ডার খ্যাত নওগাঁর আত্রাইয়ে চলতি পাট মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকায় পাট কাটা,জগ দেওয়া ওপাটকাঠি থেকে সোনালী আঁশ ছড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন চাষিরা।

বিগত কয়েক বছরের তুলনায় এবার পাটের দাম বেশি হওয়ায় কৃষকের মুখে ফুটছে হাসি। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গত বছরের তুলনায় এবার সময় মতো পযাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় পাট কেটে তা নদী,নালা,খাল,বিল, ডোবায় জাগ দেওয়া আঁশ ছাড়ানো এবং হাটে বাজারে তা বিক্রিসহ সব মিলিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। আবার কোথাও দেখা গেছে,নারী-পুরুষের অংশ গ্রহনে পাট থেকে আঁশ ছাড়ানোর কাজ চলছে।

বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা যায়, বতমানে ভালো পাটের মুল্য এক হাজার ছয় শত টাকা মণ ও নিন্ম মানের পাটের মূল্য এক হাজার দুই শত টাকা দরে বিক্রি হচ্ছে।

ফলে ন্যায্য মূল্য পেয়ে চাষিদের মধ্যে এখন পাট চাষের আগ্রহ বাড়ছে।বিপ্রবোয়ালীয়া গ্রামের পাট চাষি- নজরুল ইসলাম ও বিশা ইউনিয়নের ডুবাই গ্রামের সাগর আলী জানান, দুই বিঘা জমিতে পাটচাষ করে ভালো ফলন পেয়েছি। অন্য বছরের তুলনায় এবার দাম বেশি থাকায় সমস্যায় পড়তে হচ্ছে না।

আত্রাই উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছর উপজেলায় এক হাজার চারশত পঞ্চাশ হেক্টর লক্ষ মাত্রা নিদ্ধারণ করা হলেও একহাজার চার শত পনর হেক্টর জমিতে পাট হয়েছে।স্বল্প খরচে উচ্চ ফলনশীল পাট উৎপাদন করতে পারে এজন্য আমরা প্রতিনিয়ত পরামশ প্রদান করছি।

এ বছর শুরুতে অনাবৃষ্টির কারণে গত বছরের তুলনায় পাটচাষ কম হলেও বাম্পার ফলন হয়েছে। বতমান বাজার ম্ল্যূ ভালো রয়েছে।