গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুজনের মৃত্য

প্রতিনিধির নাম
  • আপডেট : ০১:৫২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
  • / 155
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্য হয়েছে। একই সময়ে রাজধানীসহ সারাদেশে আরও ১১৯ জন নতুন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানী ঢাকায় ২৮ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৯১ জন ভর্তি হন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (বিপিএম) ই-এম আই এস ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

সংবাদ বিজ্ঞপ্তির তথ্যানুসারে, সারাদেশের হাসপাতালে বর্তমানে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা ২৫৬ জন। তাদের মধ্যে রাজধানী ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৮০ জন ও ঢাকার বাইরের সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭৬ জন ভর্তি রয়েছেন। এ নিয়ে চলতি বছর সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়ায় ২৭ হাজার ৭৭৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৭ হাজার ৪২৩ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত আক্রান্ত সর্বমোট ডেঙ্গুরোগীর মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে দুই হাজার ২৮৬ জন, আগস্টে সাত হাজার ৯৮ জন, সেপ্টেম্বরে সাত হাজার ৮৪১ জন, অক্টোবরে পাঁচ হাজার ৪৫৮ জন, নভেম্বরে তিন হাজার ৫৬৭ জন হাসপাতালে ভর্তি হন। এছাড়া ১ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত আরও ৫৫৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছর মৃত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে ১০০ জনে দাঁড়িয়েছে। ডেঙ্গুতে মৃত ১০০ জনের মধ্যে জুলাই মাসে ১২ জন, আগস্টে ৩৪ জন, সেপ্টেম্বরে ২৩ জন, অক্টোবরে ২২ জন, নভেম্বরে সাতজন এবং ৭ ডিসেম্বর পর্যন্ত নয়জনের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুজনের মৃত্য

আপডেট : ০১:৫২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্য হয়েছে। একই সময়ে রাজধানীসহ সারাদেশে আরও ১১৯ জন নতুন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানী ঢাকায় ২৮ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৯১ জন ভর্তি হন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (বিপিএম) ই-এম আই এস ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

সংবাদ বিজ্ঞপ্তির তথ্যানুসারে, সারাদেশের হাসপাতালে বর্তমানে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা ২৫৬ জন। তাদের মধ্যে রাজধানী ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৮০ জন ও ঢাকার বাইরের সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭৬ জন ভর্তি রয়েছেন। এ নিয়ে চলতি বছর সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়ায় ২৭ হাজার ৭৭৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৭ হাজার ৪২৩ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত আক্রান্ত সর্বমোট ডেঙ্গুরোগীর মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে দুই হাজার ২৮৬ জন, আগস্টে সাত হাজার ৯৮ জন, সেপ্টেম্বরে সাত হাজার ৮৪১ জন, অক্টোবরে পাঁচ হাজার ৪৫৮ জন, নভেম্বরে তিন হাজার ৫৬৭ জন হাসপাতালে ভর্তি হন। এছাড়া ১ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত আরও ৫৫৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছর মৃত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে ১০০ জনে দাঁড়িয়েছে। ডেঙ্গুতে মৃত ১০০ জনের মধ্যে জুলাই মাসে ১২ জন, আগস্টে ৩৪ জন, সেপ্টেম্বরে ২৩ জন, অক্টোবরে ২২ জন, নভেম্বরে সাতজন এবং ৭ ডিসেম্বর পর্যন্ত নয়জনের মৃত্যু হয়।