ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হননি কেউ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৮:১২:২০ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
  • / 188
ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত একদিনে নতুন করে কেউ হাসপাতালে ভর্তি হননি। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা হয়।

বর্তমানে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা ছয়জন। তাদের মধ্যে রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে একজন ও ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি রয়েছেন পাঁচজন।

বিজ্ঞপ্তিতেতে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৪২ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩৬ জন।

অন্যদিকে, গত বছর অর্থাৎ ২০২১ সালে রাজধানীসহ সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হননি কেউ

আপডেট : ০৮:১২:২০ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত একদিনে নতুন করে কেউ হাসপাতালে ভর্তি হননি। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা হয়।

বর্তমানে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা ছয়জন। তাদের মধ্যে রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে একজন ও ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি রয়েছেন পাঁচজন।

বিজ্ঞপ্তিতেতে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৪২ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩৬ জন।

অন্যদিকে, গত বছর অর্থাৎ ২০২১ সালে রাজধানীসহ সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন।