ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

স্বাধীনতা দিবসে ১ কোটি টিকা দেয়া হবে

অনলাইন ডেস্ক
  • আপডেট : ০৬:০৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
  • / 181
মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ) উপলক্ষে দেশে ১ কোটি ডোজ করোনার টিকা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

রোববার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, ২৬ মার্চ সারাদেশে ১ কোটি ডোজ ভ্যাকসিন দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে ব্যাপক প্রচারের ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।

এদিকে যারা এখনও টিকা নিতে পারেননি, তাদের টিকা নেয়ার জন্য বৈঠকে আহ্বান জানানো হয়।

আনোয়ারুল ইসলাম বলেন, চাইলেও নাগরিকদের টিকা দিতে পারছে না পৃথিবীর অনেক দেশ। আমাদের দেশে বিনামূল্যে টিকা দেয়া হচ্ছে।

এদিকে বৈঠকে আরও কিছু বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানান আনোয়ারুল ইসলাম। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২২ ফেব্রুয়ারির পর আর বিধিনিষেধ থাকছে না।

এছাড়াও করোনার সংক্রমণ কমে যাওয়ায় আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হচ্ছে। মন্ত্রিপরিষদ সচিব জানান, ১ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্বাধীনতা দিবসে ১ কোটি টিকা দেয়া হবে

আপডেট : ০৬:০৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ) উপলক্ষে দেশে ১ কোটি ডোজ করোনার টিকা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

রোববার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, ২৬ মার্চ সারাদেশে ১ কোটি ডোজ ভ্যাকসিন দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে ব্যাপক প্রচারের ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।

এদিকে যারা এখনও টিকা নিতে পারেননি, তাদের টিকা নেয়ার জন্য বৈঠকে আহ্বান জানানো হয়।

আনোয়ারুল ইসলাম বলেন, চাইলেও নাগরিকদের টিকা দিতে পারছে না পৃথিবীর অনেক দেশ। আমাদের দেশে বিনামূল্যে টিকা দেয়া হচ্ছে।

এদিকে বৈঠকে আরও কিছু বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানান আনোয়ারুল ইসলাম। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২২ ফেব্রুয়ারির পর আর বিধিনিষেধ থাকছে না।

এছাড়াও করোনার সংক্রমণ কমে যাওয়ায় আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হচ্ছে। মন্ত্রিপরিষদ সচিব জানান, ১ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে।