লন্ডনে টিউলিপ সিদ্দিকের গাড়ি ভাঙচুর
- আপডেট : ০২:১২:৫৭ অপরাহ্ন, সোমাবার, ৪ অক্টোবর ২০২১
- / 132
ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটে।ব্যক্তিগত কাজে বাইরে যাওয়ার জন্য গাড়ির কাছে গিয়ে ভাঙচুর অবস্থায় দেখতে পান টিউলিপ।
ঘটনার পর টিউলিপ সিদ্দিক বর্তমানে পুলিশি নিরাপত্তায় আছেন।
তবে জানালা ভাঙলেও গাড়ি থেকে কোনো কিছু চুরি যায়নি বলে নিশ্চিত করেছেন ব্রিটিশ এ আইনপ্রণেতা।
এই ঘটনাকে ‘উদ্দেশ্যমূলক হামলা’ বলে উল্লেখ করেছেন টিউলিপ। তিনি বলেন, যে শব্দগুলো লিখে যাওয়া হয়েছে তাতে পরিষ্কার যে এটি শুধু গাড়ি ভাঙচুর নয়, এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত হামলা।
তবে এ ধরনের হামলা তাকে দায়িত্ব থেকে সরানো যাবে না হুঁশিয়ারি করে তিনি বলেন, এতে তিনি ভীত নন এবং নিজের দায়িত্ব পালন করে যাবেন।
২০১৫ সাল থেকে লন্ডনের হ্যাম্পস্টেড ও কিলবার্নের এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক। ২০১৬ ও ২০১৭ সালে তিনি ব্রিটিশ সরকারের চিলড্রেন ও আর্লি ইয়ার্স ডিপার্টমেন্টে ছায়া মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।