নাইজেরিয়ার সোকোটো বাজারে ডাকাতি, ২০ জনকে হত্যা
- আপডেট : ০৯:২৬:২১ পূর্বাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১
- / 134
শনিবার ঐ রাজ্যের একজন সাংসদের বরাতে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ হামলার জন্য বিরাজমান নিরাপত্তার অভাবকে দায়ী করেছেন সোকোটোর পার্লামেন্টের স্থানীয় সদস্য হুসেইন বোজা।
হামলার কথা পুলিশের একজন মুখপাত্র নিশ্চিত করলেও কতোজন নিহত হয়েছেন তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি।
এ ঘটনার পর সশস্ত্র অপরাধী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চলমান নিরাপত্তা অভিযানের আকার বাড়িয়ে দিয়েছে দেশটির সরকার। সোকোটো রাজ্যসহ দেশটির উত্তরপশ্চিম অঞ্চলে টেলিযোগাযোগ বন্ধ রাখা হয়েছে।
সোকোটোর পুলিশ বিষয়ক মন্ত্রীর বিশেষ উপদেষ্টা ইদ্রিস গোবির জানান, মোটরসাইকেলে করে এসে নির্বিচারে গুলি করে সশস্ত্র ডাকাতরা। এতে বেশ কয়েকজন নিহত হয়। অন্তত ২০ জনকে হত্যা করেছে ডাকাতদের বড় একটি দল। তারা নয়টি গাড়িও জ্বালিয়ে দিয়েছে। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন অনেকেই। পড়ে থাকা লাশগুলো আমরা দেখেছি ও গুনেছি।