তাইওয়ানকে যেভাবে চীনের কাছে ফিরিয়ে আনবেন জিনপিং
- আপডেট : ০৯:৩৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১
- / 124
চীনের কমিউনিস্ট পার্টির এ নেতা বলেন, তাইওয়ানকে শান্তিপূর্ণ উপায়ে চীনের কাছে ফিরিয়ে আনা হবে। তাইওয়ানের আলাদা হয়ে যাওয়ার বিরুদ্ধে দেশের জনগণ প্রথাগতভাবে বিরোধী।
রাজধানী বেইজিংয়ের গ্রেট হলে চীনের বিপ্লব বার্ষিকী উপলক্ষে দেয়া বক্তৃতায় জিনপিং এ কথা বলেন। এসময় তিনি স্বাধীন তাইওয়ানের ধারণাকে সরাসরি নাকচ করে দেন।
চীনের জনগণের প্রতিশ্রুতিকে কারোরই খাটো করে দেখা উচিত হবে না উল্লেখ করে জিনপিং বলেন, তাইওয়ানের স্বাধীন হওয়ার প্রচেষ্টা মূল খণ্ডের সঙ্গে পুনঃএকত্রীকরণের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা এবং জাতীয় নবজীবনের জন্য মারাত্মক প্রতিবন্ধকতা।
চীন তার নিজের সার্বভৌমত্ব ও ঐক্য রক্ষা করবে জানিয়ে দেশটির সর্বোচ্চ এ নেতা বলেন, শান্তিপূর্ণ উপায়ে তাইওয়ানকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হচ্ছে যা চীনের জনগণের স্বার্থ সংরক্ষণের ভালো পদ্ধতি। এটি তাইওয়ানের লোকজনের জন্যও উপকারি।