বিশ্বের দীর্ঘকালীন লকডাউন শেষে সচল হচ্ছে মেলবোর্ন
- আপডেট : ০১:২৬:২১ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১
- / 121
অস্ট্রেলিয়ার ভিক্টরিয়া অঙ্গরাজ্যের রাজধানী মেলবোর্নের মুখ্যমন্ত্রী ড্যানিয়েল এন্ড্রুস রোববার জানান, মেলবোর্নে বিধিনিষেধ তুলে নেয়া হচ্ছে। অঙ্গরাজ্যটিতে টিকা গ্রহণের হার বেড়ে যাওয়ায় এ উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।
ভিক্টরিয়া অঙ্গরাজ্যে চলতি সপ্তাহেই ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা সম্ভব হবে। মুখ্যমন্ত্রী ড্যানিয়েল এন্ড্রুস বলেন, ‘আজ একটি বিশাল দিন। আজ ভিক্টরিওরা যা অর্জন করেছে তা নিয়ে গর্বিত হতে পারে।’
এ সময় তিনি ঘোষণা দেন, ‘বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১টা ৫৯ মিনিটে লকডাউন তুলে নেয়া হবে; বাড়ি থেকে বের হতে থাকবে না কোনো বাধা, কোনো কারফিউ।’
পুরো করোনা মহামারি পর্বে ৫০ লাখ বাসিন্দার শহর মেলবোর্নে ছয়বার লকডাউন জারি করা হয়েছিল। এতে শহরটি ২০২০ সালের মার্চ থেকে সব মিলিয়ে ২৬২ দিন লকডাউনের আওতায় ছিল।
অস্ট্রেলিয়ার গণমাধ্যম বলছে, এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময়ের লকডাউন। আর্জেন্টিনার শহর বুইনস এয়ারস দ্বিতীয় সর্বোচ্চ ২৩৪ দিন লকডাউনের আওতায় ছিল।