শিগগিরই স্কুলে ফিরবে মেয়েরা: তালেবান
প্রতিনিধির নাম
- আপডেট : ০১:৫৭:৩৩ অপরাহ্ন, সোমাবার, ১৮ অক্টোবর ২০২১
- / 185
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, খুব শিগগিরই মাধ্যমিক বিদ্যালয়ে ফিরতে মেয়েদের অনুমতি দেয়া হবে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খোস্তির উদ্ধৃতি দিয়ে আল জাজিরা এ খবর জানিয়েছে।
সাঈদ খোস্তি রোববার বলেন, কবে থেকে মেয়েরা বিদ্যালয়ে ফিরবে, তার দিনক্ষণ ঘোষণা করবে আফগান শিক্ষা মন্ত্রণালয়।
তিনি বলেন, ‘আমার জানা ও তথ্য অনুযায়ী, খুব শিগগিরই সব বিশ্ববিদ্যালয় ও বিদ্যালয় পুনরায় খুলে দেয়া হবে এবং সব নারী ও মেয়েরা বিদ্যালয়ে ফিরতে পারবেন; শিক্ষকরাও ফিরতে পারবেন।’
যুক্তরাষ্ট্র সমর্থিত আশরাফ গানি সরকারকে হটিয়ে গত ২৫ আগস্ট আফগানিস্তানে ক্ষমতায় আসে তালেবান। এর পরপরই মেয়ে শিক্ষা নিয়ে উদ্বেগ তৈরি হয়।