ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ডেল্টার চেয়েও দ্রুত ছড়ায় ডেল্টা প্লাস

প্রতিনিধির নাম
  • আপডেট : ১১:২১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১
  • / 116
করোনা ভাইরাসের ডেল্টা বা ভারতীয় ধরন এখনও বিশ্বের অনেক দেশে তাণ্ডব চালিয়ে যাচ্ছে। এ ধরনের কারণে বিশ্বব্যাপী করোনা মহামারির দ্বিতীয় ঢেউ এসেছিল। এবার ডেল্টা প্লাস নিয়ে তৈরি হয়েছে নতুন শঙ্কা। এ ধরনটির ওপর কঠোর নজর রাখছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, ডেল্টা প্লাসেরও দ্রুত ছড়িয়ে পড়ার সক্ষমতা রয়েছে।

যুক্তরাজ্যেও বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভাইরাসের নতুন ধরন এ ডেল্টা প্লাস ডেল্টারই একটি পরিবর্তিত রূপ। তবে তারা দেখেছেন, কখনো এটি ডেল্টা ধরনের চেয়েও বেশি দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে পারে।

যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা (ইউকেএইচএসএ) করোনার এ ধরনকে বিশেষ একটি অবস্থান দিয়েছে। তারা এটাকে ‘তদন্তে থাকা ধরন’ ক্যাটাগরিতে রেখেছেন। সেইসঙ্গে এর ভয়াবহতার ঝুঁকিও দেখছেন।

তবে ডেল্টা ধরন (ভ্যারিয়েন্ট) গুরুতর অসুস্থতা ঘটায়- এর প্রমাণ এখনও পাননি বিশেষজ্ঞরা। চিকিৎসা বিজ্ঞানীরা আত্মবিশ্বাসী যে, লোকজনকে রক্ষা করতে প্রচলিত টিকা ভালোভাবেই কাজ করবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যে করোনা সংক্রমিতদের অধিকাংশের দেহে এখনও ডেল্টা ধরনের অস্তিত্ব পাওয়া যাচ্ছে। তবে দেশটিতে ক্রমেই ডেল্টা প্লাস ধরনের সংক্রমণ বেড়েই চলেছে। বিজ্ঞানীরা এ ধরনটিকে ‘এওয়াই ডট ৪ ডট ২’ বলে চিহ্নিত করে থাকেন।

যুক্তরাজ্যের নতুন সরকারি নথি থেকে জানা যায়, মোট শনাক্তের অন্তত ৬ শতাংশের দেহে ডেল্টা প্লাস ধরনের অস্তিত্ব পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরন চলমান ভ্যাকসিনগুলোর কার্যক্ষমতাকে ব্যর্থ করতে পারবে না বলেই মনে করেন তারা।

ইউকেএইচএসএ বলছে, গত কয়েক মাস ধরেই যুক্তরাজ্যে ডেল্টা প্লাসের সংক্রমণ বাড়ছে। এমনও প্রমান পাওয়া গেছে যে, ডেল্টার চেয়েও দ্রুত গতিতে যুক্তরাজ্যে ছড়িয়ে পড়ছে ডেল্টা প্লাস।

তবে ডেল্টার ভাগ্যে যে তকমা জুটেছে, সে তকমা এখনও পায়নি ডেল্টা প্লাস। ডেল্টা ‘উদ্বেগজনক ধরন’ বা ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ আখ্যা দেয়া হয়। এটা করোনার সবচেয়ে ভয়ঙ্কর ধরন হিসেবে এখনও নিজের স্থান ধরে রেখেছে।

বিজ্ঞানীরা বলছেন, বিশ্বে করোনা ভাইরাসের শত শত ধরন আছে। কারণ, ভাইরাস সব সময়ই পরিবর্তনশীল; এটি তার গঠন ও কার্যকারিতা পরিবর্তনে সক্ষম। তাই নতুন ধরনের আশঙ্কা কখনোই উড়িয়ে দেয়া যায় না। এ নিয়ে বিস্মিত হওয়ারও কিছু নেই।

ডেল্টার মতোই একটি ধরন এ ডেল্টা প্লাস। ডেল্টা ভাইরাসের ‘স্পাইক প্রোটিনে’ কিছু পরিবর্তন আসায় নতুন এ নামকরণ। এ স্পাইক প্রোটিন দিয়েই মানবকোষে আক্রমণ করে করোনার এ ভাইরাস।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডেল্টার চেয়েও দ্রুত ছড়ায় ডেল্টা প্লাস

আপডেট : ১১:২১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১
করোনা ভাইরাসের ডেল্টা বা ভারতীয় ধরন এখনও বিশ্বের অনেক দেশে তাণ্ডব চালিয়ে যাচ্ছে। এ ধরনের কারণে বিশ্বব্যাপী করোনা মহামারির দ্বিতীয় ঢেউ এসেছিল। এবার ডেল্টা প্লাস নিয়ে তৈরি হয়েছে নতুন শঙ্কা। এ ধরনটির ওপর কঠোর নজর রাখছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, ডেল্টা প্লাসেরও দ্রুত ছড়িয়ে পড়ার সক্ষমতা রয়েছে।

যুক্তরাজ্যেও বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভাইরাসের নতুন ধরন এ ডেল্টা প্লাস ডেল্টারই একটি পরিবর্তিত রূপ। তবে তারা দেখেছেন, কখনো এটি ডেল্টা ধরনের চেয়েও বেশি দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে পারে।

যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা (ইউকেএইচএসএ) করোনার এ ধরনকে বিশেষ একটি অবস্থান দিয়েছে। তারা এটাকে ‘তদন্তে থাকা ধরন’ ক্যাটাগরিতে রেখেছেন। সেইসঙ্গে এর ভয়াবহতার ঝুঁকিও দেখছেন।

তবে ডেল্টা ধরন (ভ্যারিয়েন্ট) গুরুতর অসুস্থতা ঘটায়- এর প্রমাণ এখনও পাননি বিশেষজ্ঞরা। চিকিৎসা বিজ্ঞানীরা আত্মবিশ্বাসী যে, লোকজনকে রক্ষা করতে প্রচলিত টিকা ভালোভাবেই কাজ করবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যে করোনা সংক্রমিতদের অধিকাংশের দেহে এখনও ডেল্টা ধরনের অস্তিত্ব পাওয়া যাচ্ছে। তবে দেশটিতে ক্রমেই ডেল্টা প্লাস ধরনের সংক্রমণ বেড়েই চলেছে। বিজ্ঞানীরা এ ধরনটিকে ‘এওয়াই ডট ৪ ডট ২’ বলে চিহ্নিত করে থাকেন।

যুক্তরাজ্যের নতুন সরকারি নথি থেকে জানা যায়, মোট শনাক্তের অন্তত ৬ শতাংশের দেহে ডেল্টা প্লাস ধরনের অস্তিত্ব পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরন চলমান ভ্যাকসিনগুলোর কার্যক্ষমতাকে ব্যর্থ করতে পারবে না বলেই মনে করেন তারা।

ইউকেএইচএসএ বলছে, গত কয়েক মাস ধরেই যুক্তরাজ্যে ডেল্টা প্লাসের সংক্রমণ বাড়ছে। এমনও প্রমান পাওয়া গেছে যে, ডেল্টার চেয়েও দ্রুত গতিতে যুক্তরাজ্যে ছড়িয়ে পড়ছে ডেল্টা প্লাস।

তবে ডেল্টার ভাগ্যে যে তকমা জুটেছে, সে তকমা এখনও পায়নি ডেল্টা প্লাস। ডেল্টা ‘উদ্বেগজনক ধরন’ বা ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ আখ্যা দেয়া হয়। এটা করোনার সবচেয়ে ভয়ঙ্কর ধরন হিসেবে এখনও নিজের স্থান ধরে রেখেছে।

বিজ্ঞানীরা বলছেন, বিশ্বে করোনা ভাইরাসের শত শত ধরন আছে। কারণ, ভাইরাস সব সময়ই পরিবর্তনশীল; এটি তার গঠন ও কার্যকারিতা পরিবর্তনে সক্ষম। তাই নতুন ধরনের আশঙ্কা কখনোই উড়িয়ে দেয়া যায় না। এ নিয়ে বিস্মিত হওয়ারও কিছু নেই।

ডেল্টার মতোই একটি ধরন এ ডেল্টা প্লাস। ডেল্টা ভাইরাসের ‘স্পাইক প্রোটিনে’ কিছু পরিবর্তন আসায় নতুন এ নামকরণ। এ স্পাইক প্রোটিন দিয়েই মানবকোষে আক্রমণ করে করোনার এ ভাইরাস।