আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকিতে ফেলছে মিয়ানমার
- আপডেট : ১১:২৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
- / 189
সেইসঙ্গে তিনি বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা হুমকিতে ফেলছে মিয়ানমারে জান্তা সরকার। বৃহস্পতিবার এনডিটিভি এ খবর জানিয়েছে।
গত মঙ্গলবার মিয়ানমারের কোনো প্রতিনিধি ছাড়াই দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো নিয়ে গঠিত জোট আসিয়ানের বার্ষিক সম্মেলন শুরু হয়। এ সম্মেলনের আগে মিয়ানমারের জান্তা সরকারের প্রধানকে আমন্ত্রণ জানানো হয়নি।
সম্মেলনে জো বাইডেন বলেন, ‘মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের কারণে সৃষ্ট ট্রাজিডি আমরা অবশ্যই চিহ্নিত করবো, যা ক্রমগতভাবে আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকিতে ফেলছে।’
বাইডেন বলেন, ‘যুক্তরাষ্ট্র মিয়ানমারের জনগণের পাশে আছে এবং সামরিক শাকদের প্রতি সহিংসতা বন্ধ করা, সব রাজনৈতিক বন্দীদের মুক্তি দেয়া ও গণতন্ত্রের পথে ফিরে আসার আহ্বান জানায়।’
মার্কিন প্রেসিডেন্ট চীন-তাইওয়ান প্রসঙ্গ নিয়েও কথা বলেন। তিনি বলেন, তাইওয়ান প্রণালীতে চীনের ‘উস্কানিমূলক’ পদক্ষেপে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। এ প্রণালী চীনের মূল ভূখণ্ড থেকে তাইওয়ানকে পৃথক করেছে।