কোভিড টিকা বাধ্যতামূলক: নিউজিল্যান্ডে ব্যাপক বিক্ষোভ
- আপডেট : ১০:৪৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
- / 182
দ্য গার্ডিয়ান অনলাইন জানিয়েছে, ওয়েলিংটনে পার্লামেন্ট ভবনের সামনে প্রায় দুই হাজার মানুষ জড়ো হয়ে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদেও হাতে নানা ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড দেখা গেছে। এ সময় পার্লামেন্ট ভবনের দুটি ফটকই বন্ধ করে দেয়া হয়।
এ ছাড়া নিরাপত্তা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। নিউজিল্যান্ড পার্লামেন্টের স্পিকার ট্রেভর ম্যালার্ড বলেন, ১৯৮৪ সালের পর এবারই পার্লামেন্টে সবচেয়ে বেশি সতর্কতামূলক পদক্ষেপ নেয়া হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, দেশব্যাপী এ বিক্ষোভের শুরুর দিকে পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলা হয়েছে। করোনার কারণে কয়েক সপ্তাহ ধরে বন্ধ অকল্যান্ড সীমানায় বিক্ষোভকারীরা এক পুলিশ সদস্যকে মারধোর করেন।
এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, সীমানা এলাকায় অন্তত ৫০ বিক্ষোভকারী জড়ো হন; তারা কয়েক ঘণ্টা ধরে রাস্তায় অবস্থান করে যান চলাচল বাধাগ্রস্ত করেন।