৬০০ কোটি রুপির ১২০ কেজি হিরোইন গুজরাটে জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট : ১২:৩৬:৩৮ অপরাহ্ন, সোমাবার, ১৫ নভেম্বর ২০২১
  • / 137
ভারতের গুজরাট রাজ্যে ১২০ কেজি হিরোইন জব্দ করা হয়েছে। গুজরাটের মোর্বি জেলার জিঞ্জুদা গ্রাম থেকে দেশটির এন্টি-টেরোরিজম স্কোয়াড (এটিএস) ৬০০ কোটি রুপি মূল্যের এ হিরোইন জব্দ করে।

সোমবার দ্য হিন্দু অনলাইন জানিয়েছে, এ হিরোইন উদ্ধারের ঘটনায় অন্তত তিনজনকে আটক করেছে এটিএস। ধারণা করা হচ্ছে, সমুদ্র পথে পাকিস্তান থেকে মাদকের এ চালান এসেছিল।

স্থানীয় পুলিশের সঙ্গে এটিএস এ অভিযান পরিচালনা করেছে। আটকরা হলেন- মুখতার হোসেন, সামসুদ্দিন হোসেন ও গোলাম হোসেন।

এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এটিএস জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে যে, পাকিস্তানের একটি নৌকা থেকে খালাস হওয়ার পর চালানটি মুখতার ও গোলাম হোসেন নিয়ে এসেছিল।

এটিএস জানায়, পাকিস্তানের বাসিন্দা জাহিদ বশির বেলুচ এ মাদকের চালানটি পাঠিয়েছেন। তার বিরুদ্ধে ২০১৯ সালে ২২৭ কেজি হিরোইন জব্দের একটি মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৬০০ কোটি রুপির ১২০ কেজি হিরোইন গুজরাটে জব্দ

আপডেট : ১২:৩৬:৩৮ অপরাহ্ন, সোমাবার, ১৫ নভেম্বর ২০২১
ভারতের গুজরাট রাজ্যে ১২০ কেজি হিরোইন জব্দ করা হয়েছে। গুজরাটের মোর্বি জেলার জিঞ্জুদা গ্রাম থেকে দেশটির এন্টি-টেরোরিজম স্কোয়াড (এটিএস) ৬০০ কোটি রুপি মূল্যের এ হিরোইন জব্দ করে।

সোমবার দ্য হিন্দু অনলাইন জানিয়েছে, এ হিরোইন উদ্ধারের ঘটনায় অন্তত তিনজনকে আটক করেছে এটিএস। ধারণা করা হচ্ছে, সমুদ্র পথে পাকিস্তান থেকে মাদকের এ চালান এসেছিল।

স্থানীয় পুলিশের সঙ্গে এটিএস এ অভিযান পরিচালনা করেছে। আটকরা হলেন- মুখতার হোসেন, সামসুদ্দিন হোসেন ও গোলাম হোসেন।

এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এটিএস জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে যে, পাকিস্তানের একটি নৌকা থেকে খালাস হওয়ার পর চালানটি মুখতার ও গোলাম হোসেন নিয়ে এসেছিল।

এটিএস জানায়, পাকিস্তানের বাসিন্দা জাহিদ বশির বেলুচ এ মাদকের চালানটি পাঠিয়েছেন। তার বিরুদ্ধে ২০১৯ সালে ২২৭ কেজি হিরোইন জব্দের একটি মামলা রয়েছে।